Surya Gochar 2022: উঠবে ঝলমলিয়ে, ভাগ্যে আসছে চড়া রোদের আলো! সূর্যদেবের গোচরে কবে থেকে কীভাবে লাভ হবে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Surya Gochar 2022: গ্রহের রাজা সূর্যের এই রাশিচক্রের পরিবর্তন বেশ কয়েক রাশির মানুষের জন্য খুবই শুভ প্রমাণিত হতে চলেছে। এই সময়ে তাঁরা ভীষণ ভাবে উপকৃত হবেন।
কলকাতা: আমাদের জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের পরিবর্তন এবং অবস্থানের বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, যখন গ্রহের কক্ষের পরিবর্তন হয় তখন এটি সমস্ত রাশির মানুষকেই প্রভাবিত করে। গ্রহের এই স্থান পরিবর্তনের ফলস্বরূপ কারও ভাগ্যে উন্নতি ঘটে, আবার কারও জন্য তা অশুভ বার্তা বয়ে আনে। আগামী ১৭ অগাস্ট, ২০২২ তারিখে সূর্য কর্কট রাশি থেকে যাত্রা শুরু করে সিংহ রাশিতে প্রবেশ করবে। সিংহ রাশিচক্রে সূর্যের প্রবেশের নাম সূর্য সিংহ সংক্রান্তি। গ্রহের রাজা সূর্যের এই রাশিচক্রের পরিবর্তন বেশ কয়েক রাশির মানুষের জন্য খুবই শুভ প্রমাণিত হতে চলেছে। এই সময়ে তাঁরা ভীষণ ভাবে উপকৃত হবেন (Surya Gochar 2022)।
মেষ (Aries):
জ্যোতিষশাস্ত্রের মতে, সূর্য ১৭ অগাস্ট মেষের নবম ঘরে অবস্থান করতে চলেছে। সূর্যের এই গোচর মেষ রাশির মানুষদের জন্য খুবই শুভ প্রমাণিত হবে। এই সময়ে তাঁদের অর্থনৈতিক অবস্থা আরও ভাল হবে। তাঁদের প্রেমের সম্পর্ক আরও শক্তিশালী হবে। তাঁরা ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন। স্বাস্থ্যও আরও ভাল হবে।
advertisement
advertisement
কর্কট (Cancer):
সূর্যের কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গমনের ফলে এঁদের জীবনে সাফল্য আসবে। তাঁদের সমস্ত কাজে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে পরিবর্তন এবং অগ্রগতিরও সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা দারুন লাভ করতে পারবেন। তাঁদের দীর্ঘ সময়ের আটকে থাক কোনও কাজ শেষ হবে।
advertisement
তুলা (Libra):
সিংহ রাশিতে সূর্যের গমনের ফলে তুলা রাশির মানুষরা শুভ সময় যাপন করতে চলেছেন। এই সময়ের মধ্যে তাঁরা ব্যবসায় প্রচুর মুনাফা করবেন। তাঁদের অর্থনৈতিক পরিস্থিতি আরও শক্তিশালী হবে। এই সময়ের মধ্যে যাঁরা বিনিয়োগ নিয়ে চিন্তা-ভাবনা করছেন তাঁদের জন্য এই বিনিয়োগ উপকারী প্রমাণিত হবে। এই রাশিচক্রের মানুষরা যাঁরা কোনও কাজের জন্য প্রস্তুতি বা অনুসন্ধান করছে তাঁরা সুসংবাদ পাবেন।
advertisement
সিংহ (Leo):
সবশেষে আসা যাক সিংহ রাশির বিষয়ে। ১৭ অগাস্ট সিংহ রাশিচক্রের আরোহী অবস্থানে সূর্যের গমন লাভজনক প্রমাণিত হতে চলেছে। সূর্যের এই গোচর সিংহ রাশির মানুষের সামাজিক অবস্থানকে আরও জোরদার করে তুলবে। আইন সম্পর্কিত মামলায় জয় লাভের সম্ভাবনা রয়েছে। এঁরা কাজের সঙ্গে সম্পর্কিত সুসংবাদও পেতে পারেন।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 09, 2022 5:35 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Surya Gochar 2022: উঠবে ঝলমলিয়ে, ভাগ্যে আসছে চড়া রোদের আলো! সূর্যদেবের গোচরে কবে থেকে কীভাবে লাভ হবে