Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ৩১ জুলাই; ঘুরতে যাচ্ছেন রবিবার? পস্তাতে হতে পারে!
- Published by:Madhurima Dutta
Last Updated:
Numerology Predictions 31 July 2022: এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!
#নয়াদিল্লি: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
নিজের ক্ষেত্রে আজ কঠোর পরিশ্রম করে ভালো ফল বার করে আনতে হবে। সম্পত্তি কেনার ক্ষেত্রে জটিলতা আসতে পারে।
advertisement
শুভ রঙ: সি-গ্রিন
শুভ দিন: রবিবার
advertisement
শুভ সংখ্যা: ১
দান: অনুগ্রহ করে আজ ভিক্ষুকদের গম দান করুন
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):
আজকের দিনে শান্তি বজায় রাখতে গেলে মেজাজ ঠিকঠাক রাখতে হবে। মানুষ আপনার অনুভূতি এবং উচ্চাশাকে দমিয়ে দিতে পারে।
শুভ রঙ: আকাশি নীল
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে আজ মন্দিরে দুটি নারকেল দান করুন
advertisement
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):
আজকের দিনটায় কোথাও বেরিয়ে পড়ুন এবং আনন্দ করে কাটান। এতে মানসিক চাপ কমে যাবে। আজ যে কোনও সিদ্ধান্তের ক্ষেত্রে ভাগ্য সহায় থাকবে।
শুভ রঙ: বাদামী
শুভ দিন: বৃহস্পতিবার
শুভ সংখ্যা: ৩ এবং ১
দান: অনুগ্রহ করে আজ দরিদ্রদের ব্রাউন রাইস দান করুন
advertisement
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):
নিজের সিদ্ধান্তের প্রতি দৃঢ় সঙ্কল্প রাখতে হবে। আর তাতেই ভবিষ্যতে ভালো ফল মিলবে। বারবার মত বদলানোর মতো আচরণ এড়িয়ে চলতে হবে।
শুভ রঙ: নীল
শুভ দিন: শনিবার
শুভ সংখ্যা: ৯
দান: অনুগ্রহ করে আজ এক ভিক্ষুককে সাইট্রাস ফল দান করুন
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):
দিনের শুরুটা ধীরে হলেও দিনের দ্বিতীয়ার্ধ্বে কাজকর্ম গতি পাবে। অতীতের কোনও কাজের জন্য প্রশংসা এবং স্বীকৃতি জুটতে চলেছে।
advertisement
শুভ রঙ: সি-গ্রিন
শুভ দিন: বুধবার
শুভ সংখ্যা: ৫
দান: অনুগ্রহ করে আজ অনাথাশ্রমে দুধ দান করুন
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):
যাঁরা আজ বাইরে ভ্রমণে বেরোচ্ছেন, তাঁদের জন্য দিনটা বেশ কষ্টসাধ্য হতে পারে। আজ বিলাসব্যসনে কাটবে এবং পরিবারের আদর-ভালবাসা পাবেন।
শুভ রঙ: নীল এবং গোলাপি
শুভ দিন: শুক্রবার
advertisement
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে আজ দরিদ্রদের দুধের মিষ্টি দান করুন
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):
সময় নষ্ট করলে চলবে না। আর নিজের চেনা গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে, কারণ নতুন সুযোগ অপেক্ষা করে রয়েছে।
advertisement
শুভ রঙ: কমলা
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ৭
দান: অনুগ্রহ করে আজ অনাথাশ্রমে স্টেশনারি সামগ্রী দান করুন
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):
আজকের দিনটা ব্যস্ততার মধ্যে কাটবে। তাই মাথা ঠান্ডা রাখতে হবে। সেই সঙ্গে স্বাস্থ্য ভালো রাখতে এক্সারসাইজ করতে হবে। অতীতের কাজের জন্য অর্থপ্রাপ্তি ঘটতে পারে।
শুভ রঙ: সমুদ্র নীল
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে আজ গৃহ সহায়িকাকে তুলসী গাছ দান করুন
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):
আজ নিজের কেরিয়ারে পরিচয় তৈরি করতে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে এবং পুরনো স্মৃতি মনে পড়বে।
শুভ রঙ: লাল এবং কমলা
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৩ এবং ৯
দান: অনুগ্রহ করে আজ গৃহ সহায়িকা অথবা ভিক্ষুকদের ডালিম দান করুন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2022 12:11 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ৩১ জুলাই; ঘুরতে যাচ্ছেন রবিবার? পস্তাতে হতে পারে!