সংখ্যাতত্ত্ব অনুযায়ী, ৯ সংখ্যাটি মঙ্গল গ্রহের প্রতিনিধি। ভারতের বেশির ভাগ টেলিকম সংস্থার মোবাইল নম্বর শুরু হয় এই সংখ্যাটা দিয়ে। ৯ ব্যক্তিকে তার জীবনের লক্ষ্য চেনাতে সাহায্য করে। ব্যক্তিত্বের বিকাশে সাহায্য করে। করে তোলে আদর্শ মানুষ। তবে পরিকল্পনা অনুযায়ী কাজ না হলে অধৈর্য হয়ে পড়েন এ ধরনের মানুষেরা। এই ধরনের ব্যক্তিরা আবেগপ্রবণ। মনে যা হয় তাই বলে ফেলেন।
মোবাইল নম্বরে যদি একবার ৯ সংখ্যাটি উপস্থিত থাকে:
মোবাইল নম্বরে ৯ সংখ্যাটা একবার থাকলে জীবনের স্বপ্ন পূরণের প্রবল ইচ্ছে জাগ্রত হয়। নিজের উন্নতির জন্য যা দরকার তাই করতে এঁরা প্রস্তুত। সফলও হন। স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারেন। এই ধরণের ব্যক্তিদের মন পবিত্র। ইচ্ছাশক্তি প্রবল।
মোবাইল নম্বরে ৯ সংখ্যাটি যদি দুই বার উপস্থিত থাকে:
মোবাইল নম্বরে ৯ সংখ্যাটা দুবার থাকার অর্থ, সেই ব্যক্তি আদর্শবাদী, সতর্ক এবং বুদ্ধিমান। তবে একটু নাকউঁচু ধরনের হয়ে থাকেন। সকলের সঙ্গে খুব একটা মিশতে পারেন না। নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করেন।
আরও পড়ুন: অভিষেকের সভার মাইকে শান্তিকুঞ্জের শান্তিভঙ্গ? মিটার হাতে মাপছে পুলিশ
আরও পড়ুন: অভিষেক-শুভেন্দুর মহারণ দুই পরিবারের লড়াই, ফের বিস্ফোরক দিলীপ
মোবাইল নম্বরে ৯ সংখ্যাটি যদি তিন বার উপস্থিত থাকে:
যে কোনও জিনিসকে অতিরঞ্জিত করার ক্ষমতা রয়েছে এঁদের। তিলকে তাল করতে পারেন। পরিণাম নিয়ে খুব একটা ভাবেন না। কারণ ছাড়াই জলের মতো টাকা খরচ করেন। অন্যের কাছে নিজেকে ভাল দেখাতে অস্বাভাবিক আচরণ করতেও পিছপা হন না। বলেন বেশি শোনেন কম। একটু স্বার্থপরও। অন্যের কাছ থেকে কিছু পাওয়ার থাকলে তবেই সাহায্য করতে এগোন।
মোবাইল নম্বরে যদি ৯ সংখ্যাটি চার অথবা তারও বেশি বার উপস্থিত থাকে:
মোবাইলে ৯ সংখ্যাটি চার বা তার বেশি বার থাকলে সেটা ব্যক্তিত্বে খুব একটা ইতিবাচক প্রভাব ফেলে না। মঙ্গলের অতিরিক্ত প্রভাবের জন্য এঁরা নিজের জগতেই থাকেন। নিজের সমস্যা অন্যের কাছে প্রকাশ করতেও দ্বিধাবোধ করেন।
মোবাইল নম্বরে ৯ সংখ্যা যদি এক বারও উপস্থিত না-থাকে:
যাঁদের মোবাইল নম্বরে ৯ সংখ্যাটি একবারও উপস্থিত নেই তাঁরা পাষাণ হৃদয় হয়ে থাকেন। দয়া মায়ার অভাব দেখা যায়। এঁরা ছোট ছোট জিনিসে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়েন।
মোবাইল নম্বরের যোগফল যদি ৯ হয়:
এই ধরনের ব্যক্তিরা বুদ্ধিমান হন। উচিত অনুচিত বোধ প্রখর। নাম, খ্যাতি এবং সাফল্য অর্জন করেন। অন্যের সঙ্গে সংযত এবং ভদ্র আচরণ করেন। তবে ৯ সংখ্যা ব্যক্তিকে কিছুটা গর্বিত করে তোলে। এই ধরণের ব্যক্তিরা সবার সঙ্গে থেকেও একা বোধ করেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Numerology