Numerology Suggestions: বিশেষ তারিখ ২৫! এই দিনে জন্ম হলে কেমন হবে চরিত্র? জানুন সংখ্যাতত্ত্ব

Last Updated:

Numerology Suggestions: সংখ্যাতত্ত্ব অনুযায়ী দেখে নেওয়া যাক ২৫ তারিখ জন্মদিন হলে কেমন হতে পারে জাতক-জাতিকার জীবন—

.
.
কলকাতা: ভারতীয় সংখ্যাতত্ত্ব মনে করে কোনও ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য, তাঁর ব্যক্তিত্ব এমনকী তাঁর জীবনের পথরেখাও নির্ধারণ করে তাঁর জন্মদিন, বা বলা ভাল জন্ম তারিখ। কারণ জন্মদিনের সংখ্যার উপর নির্ভর করেই বলা যায় জাতক বা জাতিকা কেমন স্বভাবের হবেন, কতটা সুগম হবে তাঁর জীবনের পথ, কোন পেশায় তাঁর জীবনের উন্নতি ইত্যাদি।
সংখ্যাতত্ত্ব অনুযায়ী দেখে নেওয়া যাক ২৫ তারিখ জন্মদিন হলে কেমন হতে পারে জাতক-জাতিকার জীবন—
এই দিনের জাতক-জাতিকাদের জন্মসংখ্যা ৭, যা কেতুর দ্বারা নিয়ন্ত্রিত। সেক্ষেত্রে জাতক-জাতিকার চরিত্রে বেশ কিছু সদগুণ যেমন দেখা যায়, তেমনই কিছু খামতিও থাকে। দেখে নেওয়া যাক।
advertisement
advertisement
যাঁদের জন্ম ২৫ মে তাঁরা খুবই বাস্তববাদী চিন্তা করতে অভ্যস্ত, যুক্তিই এঁদের প্রধান অস্ত্র। সাহসী ও দৃঢ় পদক্ষেপ করতে পারেন যেকোনও জায়গায়। এঁরা খুবই প্রতিভাবান হয়ে থাকেন। এঁদের বাগ্মী স্বভাব সকলের কাছে জনপ্রিয় করে তোলে। সৌভাগ্য সব সময় সঙ্গে থাকে। এঁদের মধ্যে একটা কৌতুহলী মনোভাব সব সময় বজায় থাকে। পাশাপাশি এই দিনের জাতক-জাতিকা খুব উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকেন। একই সঙ্গে এঁদের মধ্যে আধ্যাত্মিক ভাবও বজায় থাকে আজীবন। ভ্রমণ এঁদের প্রিয় বিষয়। নতুন যেকোনও বিষয়ে সব সময় উৎসাহ প্রকাশ করেন এঁরা।
advertisement
খামতি পূরণের জায়গা:
আত্মকেন্দ্রিক স্বভাবও এঁদের মধ্যে কাজ করে। অন্যকে সহজে বিশ্বাস করতে পারেন না। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত বাস্তববোধ সমস্যা তৈরি করতে পারে। এঁদের শক্তি অনেক সময়ই বহু দিকে ছড়িয়ে যায়, তাই এক সময় যেকোনও একটি বিষয়ের উপর লক্ষ্য নির্দিষ্ট করাই কাম্য।
advertisement
যেসব পেশায় সাফল্য:
থিয়েটার, সঙ্গীত, গ্ল্যামার দুনিয়ায় যেমন এঁরা সফল হন। তেমনই চিকিৎসা, সাংবাদিকতা, লেখালিখির ক্ষেত্রেও এঁদের সাফল্য রয়েছে। পাশাপাশি রাজনীতি, ক্রীড়া, আইন, ইঞ্জিনিয়ারিং-এও এঁরা সফল হন। ব্যবসার ক্ষেত্রে পাট, পেট্রোল ও রাসায়নিক, ফার্মা ইত্যাদি শুভ। এছাড়া আধ্যাত্মিক গুরু, মোটিভেশন স্পিকার, ট্রাভেল এজেন্সি প্রভৃতিও লাভজনক পেশা হতে পারে।
advertisement
শুভ রঙ: হলুদ, সবুজ ও সাদা
শুভ দিন: সোম ও বুধবার
শুভ সংখ্যা: ৭ ও ৫
প্রতিকার: একটি তামার পাতে সংখ্যা ৭ উৎকীর্ণ করে নিজের কাছে সব সময় রাখতে হবে।
বড় সংস্থার তুলনায় ছোট সংস্থার সঙ্গে ব্যবসা করলেই লাভ হবে।
স্টার্ট-আপ ব্যবসা করাই মঙ্গল।
বিবাহের পর উন্নতির সম্ভাবনা।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Suggestions: বিশেষ তারিখ ২৫! এই দিনে জন্ম হলে কেমন হবে চরিত্র? জানুন সংখ্যাতত্ত্ব
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement