মোকা এলেও মওকা নেই দক্ষিণবঙ্গের কাছে। স্বস্তির বৃষ্টিতে আপাতত ইতি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সেই অর্থে নেই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা। উল্টে তাপমাত্রার পারদ পৌঁছতে পারে ৪০ ডিগ্রির দোরগোড়ায়। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছনোর ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। (নয়ন ঘোষ)
উল্লেখ্য, বৈশাখ মাসের শুরুতে তীব্র গরম সহ্য করতে হয়েছে দক্ষিণবঙ্গের মানুষকে। এমনকী উত্তরবঙ্গেও তাপমাত্রা বেড়েছিল অনেকটা। তবে তারপর বিগত সপ্তাহে বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গেও। স্বাভাবিক ভাবেই অস্বস্তিকর গরম থেকে পাওয়া গিয়েছিল স্বস্তি। বন্ধ হয়েছিল তাপপ্রবাহ।
তবে বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। গরমের সময় যা যা সচেতনতা নেওয়া প্রয়োজন, সেগুলি নিতে হবে। প্রয়োজন ছাড়া বেলা বাড়বে বাইরে বেড়ানোর প্রয়োজন নেই। বেশি করে জল খেতে হবে। যে সব ফলে জলের পরিমাণ বেশি থাকে, সেই সব ফল খেতে হবে। মশলাযুক্ত খাবার বেশি খাওয়া যাবে না।
হালকা জামা কাপড় পড়তে হবে। ব্যবহার করতে হবে রোদ চশমা। পানীয়ের তালিকায় রাখতে হবে ডাবের জল, আখের রস, গ্লুকোজ মিশ্রিত জল ইত্যাদি। শরীরে যাতে জলের অভাব না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি বেশি পরিশ্রমের কাজ করা যাবে না। (নয়ন ঘোষ)