Hanuman Jayanti 2023: হনুমান জয়ন্তীতে সিদ্ধি যোগ! প্রভাব পড়বে এই সব রাশির জীবনে, কী হতে পারে জানেন!

Last Updated:

Hanuman Jayanti 2023: শক্তিধর শাস্ত্রী ব্যাখ্যা করে বলেন, এবছর ৬ এপ্রিল সকালে চিত্রা নক্ষত্র থাকছে না। তবে দুপুর ১২টার পর চিত্রা নক্ষত্র উদিত হবে, যা পরের দিন পর্যন্ত থাকবে।

হনুমান জয়ন্তী
হনুমান জয়ন্তী
বাংলায় তেমন ভাবে প্রচলিত না হলেও উত্তর ভারতের একটি বড় অংশে হনুমান জয়ন্তী নিয়ে মানুষের উৎসাহের অন্ত নেই। সুদীর্ঘ কাল ধরেই হনুমান জয়ন্তীতে ভক্তরা লাল ফুলের মালা, সিঁদুর, ছোলা দিয়ে বজরঙ্গবলীর পুজো করেন। কথিত আছে, কলিযুগে বজরঙ্গবলীই এমন দেবতা, যিনি তাঁর ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন। বিশ্বাস করা হয়, যদি ভক্ত বজরঙ্গবলীর দিকে এক পা এগিয়ে যান, তাহলে স্বয়ং ভগবান হনুমান তাঁর দিকে ১০ পা দৌড়ে আসেন, ভক্তের সব সাধ পূর্ণ করেন।
পুরাণ মতে, চৈত্র শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন ভগবান হনুমান, তিনি স্বয়ং মহাদেবের একাদশ রুদ্র অবতার। হনুমান জয়ন্তীতে হনুমান চালিসা, সুন্দরকাণ্ড পাঠ করা এবং লাল ফুল, সিঁদুর, ছোলা ইত্যাদি অর্পণ করা হয়। যে কোনও রাশির জাতক-জাতিকা এই ব্রত পালন করলে তাঁদের সৌভাগ্যের পথ সুগম হয়।
advertisement
advertisement
ভগবান রামের জন্মের ৬ দিন পর মহারাজ কেশরী ও দেবী অঞ্জনীর ঘরে বজরঙ্গবলী বীর হনুমানের জন্ম হয়।
হনুমান জয়ন্তীতে সিদ্ধি যোগ
জ্যোতিষী শক্তিধর শাস্ত্রী জানান, প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমায় হনুমান জয়ন্তী পালিত হয়। কিংবদন্তী ও পুরাণ অনুসারে, মঙ্গলবার চিত্রা নক্ষত্রে চৈত্র পূর্ণিমা তিথিতে হনুমানের জন্ম হয়েছিল। শক্তিধর শাস্ত্রী ব্যাখ্যা করে বলেন, এবছর ৬ এপ্রিল সকালে চিত্রা নক্ষত্র থাকছে না। তবে দুপুর ১২টার পর চিত্রা নক্ষত্র উদিত হবে, যা পরের দিন পর্যন্ত থাকবে। এই কারণেই এবারের হনুমান জয়ন্তী খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে এবার তৈরি হচ্ছে সিদ্ধি যোগ। গ্রহ নক্ষত্রের শুভ অবস্থান ও শুভ যোগ তৈরি হওয়ায় এই দিনটি অবশ্যই বিশেষ ভাবে পালন করা দরকার।
advertisement
সমস্ত রাশির জীবনে আসবে সমৃদ্ধি
শক্তিধর শাস্ত্রী জানান, হনুমান জয়ন্তী সমস্ত রাশির জাতক-জাতিকার জীবনে শুভ প্রভাব নিয়ে আসবে। ওই দিন সমস্ত রাশির জাতক-জাতিকাই হনুমান চালিসা পাঠ করতে পারেন। সেই সঙ্গে লাল ফুলের মালা, সিঁদুর, ছোলা অর্পণ করতে হবে ভগবান হনুমানের উদ্দেশে। তাহলেই জীবনে ধন, সমৃদ্ধি, গৌরব, সম্মান, উন্নতি বৃদ্ধি পাবে।
advertisement
হনুমান জয়ন্তীতে হনুমান চালিসা পাঠ করলে সমস্ত রোগভোগ থেকে দূরে থাকা যায়। বজরঙ্গবলী সুখদাতা, তিনি ভক্তকে কখনওই বিমুখ করেন না।
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Hanuman Jayanti 2023: হনুমান জয়ন্তীতে সিদ্ধি যোগ! প্রভাব পড়বে এই সব রাশির জীবনে, কী হতে পারে জানেন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement