Shani Gochar 2023: আগামী ২ বছর শনির কৃপায় ধনবান হবেন এই রাশির জাতক জাতিকারা! কিন্তু কীভাবে?
- Written by:Trending Desk
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
গত ১৭ জানুয়ারি, ২০২৩ তারিখে কুম্ভ রাশিতে শনিদেবের স্থানান্তর ঘটেছে এবং আগামী ২০২৫ পর্যন্ত তিনি এই রাশিতেই অবস্থান করবেন। ফলে আগামী আড়াই বছরের জন্য রাশিচক্রের ১২টি রাশিই নানা ভাবে প্রভাবিত হতে চলেছে।
advertisement
গ্রহরাজির মধ্যে শনিদেব অন্যান্য গ্রহের তুলনায় সবচেয়ে ধীর গতির গ্রহ। শনিদেব প্রত্যেক আড়াই বছর অন্তর নিজের রাশি পরিবর্তন করেন। এই বছর শনিদেব কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন। বিগত ৩০ বছর পর শনিদেব তাঁর নিজস্ব রাশি কুম্ভ রাশিতে পাড়ি দিয়েছেন। গত ১৭ জানুয়ারি, ২০২৩ তারিখে কুম্ভ রাশিতে শনিদেবের স্থানান্তর ঘটেছে এবং আগামী ২০২৫ পর্যন্ত তিনি এই রাশিতেই অবস্থান করবেন। ফলে আগামী আড়াই বছরের জন্য রাশিচক্রের ১২টি রাশিই নানা ভাবে প্রভাবিত হতে চলেছে।
advertisement
advertisement
বৃষ রাশি: কুম্ভ রাশিতে শনির প্রবেশ বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ও ফলদায়ক প্রমাণিত হবে। এই রাশিতে শনির শশ রাজযোগও তৈরি হয়েছে, যা বৃষ রাশির জাতক-জাতিকাদের আশ্চর্য রকমের সুযোগ-সুবিধা দেবে। এই রাশির মানুষরা চাকরি বা ব্যবসায় দারুণ সাফল্য পাবেন। মিডিয়া, ফিল্ম ইন্ডাস্ট্রি, শিল্প ও সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ব্যাপক ভাবে উপকৃত হবেন। জাতক-জাতিকাদের আয় বাড়বে এবং জীবনে অগ্রগতি হবে।
advertisement
মিথুন রাশি: শনির রাশি পরিবর্তন মিথুন রাশির জাতক-জাতিকাদের সৌভাগ্যের অন্যতম কারণ। এর ফলে আগামী ২০২৫ সাল পর্যন্ত সময়সীমায় তাঁরা কেরিয়ার এবং আর্থিক ক্ষেত্রে অত্যন্ত সফল হবেন। চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। নতুন চাকরি পাওয়ার যোগ তৈরি হয়েছে। ব্যবসায়ীরা লাভবান হবেন হবেন। জাতক-জাতিকারা বিদেশ সফরে যেতে পারেন।
advertisement
তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকারাও শনি যাত্রার শুভ ফল পাবেন। এই রাশিতে এতদিন শনির ঢাইয়া চলছিল, তবে শনিদেবের কুম্ভ রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে ঢাইয়ার প্রভাব শেষ হয়েছে। এবারে জাতক-জাতিকারা অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। তাঁরা কর্মজীবনে অগ্রগতি লাভ করবেন। কাজে সাফল্য আসবে। ব্যবসায় লাভ বাড়বে। বিবাহের যোগ তৈরি হচ্ছে। জাতক-জাতিকাদের দাম্পত্যজীবনও সুখের হবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)









