Daily Horoscope: রাশিফল ২৮ ডিসেম্বর; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
- Published by:Siddhartha Sarkar
- ganesha_grace
- Written by:Chirag
Last Updated:
Daily Horoscope By Chirag: নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ, দেখে নেওয়া যাক রাশি মিলিয়ে কার ভাগ্য সম্পর্কে কী বলছেন তিনি।
কলকাতা: গণনা তাঁর অভ্রান্ত, সাধারণ নাগরিক থেকে শুরু করে তারকা, সবার ভরসার জায়গা তিনি। এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ, দেখে নেওয়া যাক রাশি মিলিয়ে কার ভাগ্য সম্পর্কে কী বলছেন তিনি।
মেষ রাশি:
শ্রী গণেশ বলছেন, এই সময় আর্থিক উন্নতি লাভ হতে পারে। তবে একই সঙ্গে সামাজিক অপবাদ কিংবা তুচ্ছ বিষয়ে ঝামেলার কারণে সম্মানহানির আশঙ্কাও রয়েছে। ভাই অথবা বন্ধুবৃত্তে থাকার সময় কিছু খারাপ হতে পারে। ব্যবসা অথবা কাজের মাধ্যমে আগে থেকে নির্ধারিত আয় আসতে পারে। এর পাশাপাশি ঝুঁকিপূর্ণ কাজ, শেয়ার, লটারি ইত্যাদির মতো বিষয় থেকে আকস্মিক ভাবে মুনাফার সম্ভাবনা তৈরি হতে পারে। আর্থিক ভাবে সমৃদ্ধ বা স্বচ্ছল থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা অসন্তুষ্ট থাকতে পারেন। বাড়িতে যা কিছু লুকোনোর চেষ্টাই করুন না কেন, তা নিয়ে বিবাদ তৈরি হতে পারে। সন্তানের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল না-ও থাকতে পারে।
advertisement
advertisement
শুভ সংখ্যা: ১০
শুভ রঙ: অলিভ
বৃষ রাশি:
শ্রী গণেশ বলছেন, এই সময়টায় বৃষ রাশির জাতক-জাতিকাদের মন সন্তুষ্ট থাকলেও অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করে অস্থির হয়ে উঠতে পারেন। কাজ অথবা ব্যবসা থেকে ইতিবাচক ফলাফল আসবে। টাকা কম আসবে এবং ব্যয় বৃদ্ধি পাবে। এর জেরে আর্থিক ভারসাম্য ঘেঁটে যেতে পারে। পরিবারের মহিলাদের মানসিক সমস্যা হতে পারে। খ্যাতির সঙ্গে ছোটখাটো বিষয়কে জড়িয়ে দিলে বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে। বাবা অথবা পৈতৃক সম্পত্তি থেকে মুনাফার প্রত্যাশার কারণে শেষে বিভ্রান্তি তৈরি হতে পারে। আচরণে মিষ্টত্ব বজায় রাখার ফলে একাধিক পারিবারিক এবং আইনি বিবাদ এড়ানো যাবে। স্বাস্থ্যজনিত কিছু সমস্যা আসতে পারে।
advertisement
শুভ সংখ্যা: ১২
শুভ রঙ: সায়ান
মিথুন রাশি:
শ্রী গণেশ বলছেন, মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টা শুভ এবং ফলদায়ক হবে। তবে এর সম্পূর্ণ সুবিধা লাভ করতে পারবেন না। অন্যান্য মানুষের সঙ্গে আপনার অবহেলা এবং রুক্ষ ব্যবহারের সম্পর্ক থাকতে পারে। নিজের স্বার্থপরতা পূরণ করার জন্যই শুধুমাত্র ব্যবহার করবেন। যাঁদের আপনি নিজের শুভাকাঙ্ক্ষী বলে মনে করেন, তাঁরা আপনার দুঃখের কারণ হয়ে উঠতে পারে। কাজ এবং ব্যবসায় মুনাফার সুযোগ আসতে পারে। কিন্তু অভিজ্ঞতার অভাবে ক্ষতির আশঙ্কা থাকবে। আর মুনাফা পাওয়ার জন্য নিজের ইগোর বোধ বিসর্জন দিতে হবে। একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে হবে। ধর্মীয় কাজের প্রতি ভক্তি থাকলেও পাপ কাজের প্রতি বেশি আকৃষ্ট হবেন। পরিবারের সদস্যরা আপনার কথায় বিশ্বাস না-ও করতে পারেন। তবে স্বার্থপরতার কারণে শুধুমাত্র বন্ধুরাই বিশ্বাস করবেন। সন্ধ্যার পরে স্বাস্থ্য তেমন ভাল থাকবে না।
advertisement
শুভ সংখ্যা: ৫
শুভ রঙ: ল্যাভেন্ডার
কর্কট রাশি:
শ্রী গণেশ বলছেন, এই সময় কর্কট রাশির জাতক-জাতিকাদের মধ্যে এই সময় ঔজ্জ্বল্যের অভাব থাকবে। মনের মধ্যে কিছু আশঙ্কা-ভয় থাকবে। আশপাশের পরিবেশ প্রতিকূল থাকবে। ছোটখাটো বিষয়ে ঝামেলা কিংবা ঠাট্টা-তামাশার সম্ভাবনা রয়েছে। বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে চুক্তি সীমিত রাখতে হবে। নাহলে আপনার সম্মানের লঙ্ঘন করা হতে পারে। নিজের ভাইদের কাছে নিজেকে উপযোগী বলে প্রমাণ করতে পারবেন। আপনার আর্থিক সহযোগিতা অথবা অন্যান্য সাহায্য অপব্যবহারের ব্যাপক ঝুঁকি রয়েছে। শত্রুপক্ষকে দুর্বল ভাবার কোনও কারণ নেই। এতে ক্ষতির আশঙ্কা বাড়বে। এই সময় আর্থিক লাভ খুব কম পরিমাণেই হবে।
advertisement
শুভ সংখ্যা: ৯
শুভ রঙ: রুপোলি
সিংহ রাশি:
শ্রী গণেশ বলছেন, সামাজিক ক্ষেত্রে এই রাশির জাতক-জাতিকাদের সম্মান-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। দিনের শুরুতে কারও অযৌক্তিক বক্তব্যের কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। আর সারা দিন ধরে রাগটা বজায় থাকতে পারে। যে কাজ থেকে মুনাফা লাভের প্রত্যাশা ছিল, সেই কাজ স্থগিত হয়ে যাওয়ার জেরে মনে হতাশা জন্মাতে পারে। এই সময় কাজ এবং ব্যবসা সম্ভাবনার উপর নির্ভর করবে। মুনাফার একাধিক সুযোগ বাতিল হয়ে যেতে পারে। তবে কারও কাছ থেকে সাহায্য নিয়ে অন্য আর্থিক মুনাফা লাভ করা যাবে। ধৈর্য্যের অভাবের কারণে পরিবারের পরিবেশ নষ্ট হতে পারে। ঘরের তুলনায় বাইরে সময় কাটিয়ে আরাম পেতে পারেন। মানসিক অশান্তি ছাড়া স্বাস্থ্য স্বাভাবিকই থাকবে।
advertisement
শুভ সংখ্যা: ৪
শুভ রঙ: নেভি ব্লু
কন্যা রাশি:
শ্রী গণেশ বলছেন, এই সময়টা কন্যা রাশির জাতক-জাতিকারা দারুণ সাফল্য অর্জন করতে পারবেন। কিন্তু নিজের কথাবার্তা এবং ব্যবহারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। স্বল্প মুনাফায় সন্তুষ্ট থেকেই এই সময়ের সুবিধা অর্জন করতে হবে। নাহলে মুহূর্তের মধ্যে মুনাফার সুযোগ হারিয়ে যাবে। ভাইদের সঙ্গে সীমিত কাজকর্মই করা উচিত। নাহলে কোনও মানসিক সমস্যা তৈরি হতে পারে। কঠোর পরিশ্রের পরেই কাজের পরিস্থিতি লাভজনক হবে। প্রতিযোগীরা টেনে নিচের দিকে নামানোর চেষ্টা করবেন। তবে আপনি দৃঢ় সঙ্কল্পের মাধ্যমে সাফল্য অর্জন করতে পারবেন। পরিবারের পরিবেশ স্বাভাবিকই থাকবে। আনন্দ-দুঃখ বদলে যাবে। স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে।
advertisement
শুভ সংখ্যা: ৬
শুভ রঙ: মেরুন
তুলা রাশি:
শ্রী গণেশ বলছেন, এই সময়টা তুলা রাশির জাতক-জাতিকাদের ব্যস্ততা থাকবে তুঙ্গে। ব্যবসার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে। তাহলেই মুনাফা আসবে। আপনার মুনাফার অংশ অন্য কারও হাতে চলে যেতে পারে। অবহেলা কিংবা গাফিলতি এড়িয়ে চলা শ্রেয়। কঠোর পরিশ্রমের ইতিবাচক ফল দেখা যাবে। দিন কয়েক ধরে চলা আর্থিক সঙ্কট কমবে। তবে আর্থিক মুনাফা আংশিক পাওয়া যাবে। সন্তানের স্বেচ্ছাচারী ব্যবহার মানসিক যন্ত্রণার কারণ হতে পারে। পরিবারের সুখ কমতে পারে। শরীরে নতুন কোনও রোগ বাসা বাঁধতে পারে।
শুভ সংখ্যা: ৩
শুভ রঙ: ধূসর
বৃশ্চিক রাশি:
শ্রী গণেশ বলছেন, বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টা ফলদায়ক হবে। কোনও কারণে মানসিক যন্ত্রণা তৈরি হতে পারে। অতীতের কিছু ভুল সম্পর্কে সচেতন থাকলেও প্রতিকূল পরিস্থিতির কারণে তা শুধরে নিতে পারবেন না। কিছু সময়ের জন্য স্বাস্থ্য খারাপ থাকবে। হাত-পা এবং দেহের অন্যান্য অংশে দুর্বলতার কারণে অনিচ্ছার সঙ্গে কাজ করবেন। কাজ এবং ব্যবসার পরিস্থিতি ভাল থাকবে না। অন্যান্যদের উপর নির্ভর করতে হতে পারে। আর্থিক লাভ হবে। কিন্তু অপ্রয়োজনীয় কাজে তা নষ্ট হয়ে যেতে পারে। মা কিংবা পরিবারের মহিলা সদস্যের স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে বাড়ির পরিবেশ ব্যাহত হতে পারে। ঋণ সংক্রান্ত লেনদেন এড়িয়ে চলাই ভাল। নাহলে আর্থিক সমস্যা আরও গভীর হতে পারে।
শুভ সংখ্যা: ১৫
শুভ রঙ: গোলাপি
ধনু রাশি:
শ্রী গণেশ বলছেন, এই সময় মকর রাশির জাতক-জাতিকারা প্রতিটি কাজেই জয়ী হবেন। তবে এর জন্য সময়ের সদ্ব্যবহার করতে হবে। পরিবারে ভাইবোনের সঙ্গে ঈর্ষার সম্পর্ক তৈরি হতে পারে। আপনার উন্নতি দেখে অন্যরা শত্রু মনোভাবাপন্ন হয়ে উঠতে পারেন। কোনও কারণে হীনমন্যতায় ভুগতে পারেন। নিজের কাজ করে যেতে হবে। নাহলে এই সময়ের সঠিক সুবিধা লাভ করতে পারবেন না। সন্ধ্যার আগেই জরুরি কাজ সেরে রাখতে হবে। কারণ এর পরে শারীরিক অথবা অন্য কারণে বাধা আসতে পারে। কাজের জায়গায় কিংবা আশপাশে নতুন শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে। কন্যা সন্তানের সঙ্গে কোনও কারণে মতবিরোধ হতে পারে।
শুভ সংখ্যা: ৮
শুভ রঙ: ম্যাজেন্টা
মকর রাশি:
শ্রী গণেশ বলছেন, মকর রাশির জাতক-জাতিকারা এই সময়টায় মুনাফা লাভ করতে পারবেন। এই সময় স্বভাব কিংবা আচরণ আক্রমণাত্মক হয়ে পড়তে পারে। তাডডাহুড়ো করতে পারেন। না ভেবেচিন্তে প্রতিটা কাজ করবেন। যার জন্য পরে পস্তাতে হতে পারে। অন্যান্য প্রতিদ্বন্দ্বীর তুলনায় ব্যবসা ভালই চলবে। কিছু সময়ের পরে আর্থিক মুনাফা নিশ্চিত ভাবে লাভ করতে পারবেন। কিন্তু অপ্রয়োজনীয় কাজে টাকা খরচ হয়ে যেতে পারে। আনন্দ এবং শখের থেকে একটু দূরেই থাকা উচিত। নাহলে ঘরে ঝামেলা হতে পারে। বিশেষ করে মহিলাদের সঙ্গে। সন্ধ্যার সময় টাকাপয়সা নিয়ে সন্ধ্যাবেলায় বিবাদ হতে পারে। রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। নাহলে পরে পস্তাতে হতে পারে।
শুভ সংখ্যা: ১
শুভ রঙ: সোনালি
কুম্ভ রাশি:
শ্রী গণেশ বলছেন, এই সময় কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আদর্শগত ক্ষমতা মজবুত থাকবে। তা সত্ত্বেও আপনি কোনও ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন। কোনও কাজ শুরু করলে সেটা আপনি স্বেচ্ছাচারিতার সঙ্গে করবেন। অন্য কারও কাজে নাক গলানো চলবে না। অপ্রয়োজনীয় তর্কবিতর্কের জন্য আপনি সদাই প্রস্তুত থাকবেন। কাজের জায়গায় মতভেদ থাকবে। এমনকী এর পরে কঠোর পরিশ্রমের মাধ্যমেই শুধুমাত্র আয় করতে পারবেন। সীমিত পরিমাণ সম্পদের থেকেই মুনাফা আসবে। কিন্তু কঠোর পরিশ্রমের জোরে ভবিষ্যতে আর্থিক মুনাফা পাবেন। মন কিছু সময়ের জন্য অনৈতিক কাজ এবং শখের দিকে বিচরণ করবে, কিন্তু এতেও কিছু বাধার কারণে আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন না। স্বামী-স্ত্রী-সন্তান আনন্দে থাকবে। কিন্তু কিছু নতুন সমস্যা তৈরি হতে পারে।
শুভ সংখ্যা: ৭
শুভ রঙ: সাদা
মীন রাশি:
শ্রী গণেশ বলছেন, এই সময়টায় নানা উত্থান-পতনের সম্মুখীন হতে পারেন। তবে কম সময়ে প্রচুর মুনাফা লাভের পিছনে মন থাকবে। কিন্তু তাতে অবশ্য সফল হতে পারবেন না। টাকা আয়ের জন্য সারা দিন ধরে লড়াই করতে হতে পারে। কিন্তু সেটা আকস্মিক ভাবেই হাতে আসতে পারে। সন্তান অথবা পৈতৃক বিষয় নিয়ে বহু দিন ধরে লালিত আশা চুরমার হতে পারে। পড়ুয়াদের পড়াশোনায় মন বসবে না। এমনকী প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাঁরা ব্যর্থ হতে পারেন। সন্ধ্যা পর্যন্ত ধৈর্য্য ধরে কাজ করতে হবে। এরপরে পরিস্থিতি অনুকূল হবে। যেসব মানুষ আপনাকে বোঝা বলে গণ্য করে, তারা আপনার গুরুত্ব বুঝতে পারবেন। আধ্যাত্মিকতা এবং মানবপ্রেমের সহায়তা নিলে তা উপযোগী হবে। স্বাস্থ্য ভালই থাকবে। তবে সন্ধ্যার দিকে ক্লান্তবোধ করতে পারেন।
শুভ সংখ্যা: ২
শুভ রঙ: পার্পল
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
December 28, 2023 7:36 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Daily Horoscope: রাশিফল ২৮ ডিসেম্বর; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ



