কলকাতা: চলতি বছর বুদ্ধ পূর্ণিমার দিনে ঘটতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। আর দীর্ঘ ১৩০ বছর পরে তৈরি হচ্ছে এই বিরল যোগ। সেই অনুযায়ী ৫ মে অর্থাৎ শুক্রবার একটি বিশেষ দিন। কারণ এই দিনটি বৈশাখ মাসের পূর্ণিমা তিথি। ফলে হিন্দু ধর্মের জন্য দিনটির তাৎপর্যই আলাদা। আসলে এই একই দিনে পড়েছে চন্দ্রগ্রহণ, বুদ্ধপূর্ণিমা এবং বৈশাখ পূর্ণিমা।
প্রসিদ্ধ জ্যোতিষী পণ্ডিত পিএস ত্রিপাঠী এই দিনটির বিশেষ গুরুত্ব এবং উৎসব সম্পর্কে জানালেন। তিনি চন্দ্রগ্রহণ সম্পর্কিত বিষয়গুলি এবং এটি আমাদের জীবনে কীভাবে প্রভাব ফেলবে, তা-ও বর্ণনা করেছেন। এখানেই শেষ নয়, বৈশাখী পূর্ণিমাও পড়েছে ৫ মে, ২০২৩ তারিখে। এই দিনে স্নান এবং দান-ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে।
আরও পড়ুন: আজ বুদ্ধপূর্ণিমা ও চন্দ্রগ্রহণ, জানুন গ্রহণের সময় এবং তখন কী করবেন, কী করবেন না
জ্যোতিষাচার্যের কথায়, বৈশাখ পূর্ণিমার পাশাপাশি এই দিনে বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে। তিনি এ-ও বলেন যে, প্রায় ১৩০ বছর পরে তৈরি হচ্ছে এ হেন দুর্লভ যোগ। আর ৫ মে, ২০২৩ তারিখে যে চন্দ্রগ্রহণ হবে, তা মূলত উপছায়া চন্দ্রগ্রহণ।
আরও পড়ুন: সেরার সেরা, বাংলার এই স্কুলকে নিয়ে চর্চা এখন দেশজুড়ে! কৃতিত্ব শুনলে গর্ব হবে
এই চন্দ্রগ্রহণের প্রভাব অনেক দেশেই দেখা যাবে। কিন্তু এই গ্রহণ যেহেতু উপছায়া চন্দ্রগ্রহণ, তাই এর কোনও ধর্মীয় স্বীকৃতি থাকবে না। সেই সঙ্গে পণ্ডিতজি এ-ও জানান যে, আমাদের দেশে এই গ্রহণের প্রভাব দেখা যাবে না। আর ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ ৫ মে, শুক্রবার ঘটতে চলেছে। এই চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৮টা ৪৫ মিনিটে। আর তা শেষ হবে রাত ১টা ০০ মিনিটে। এই চন্দ্রগ্রহণ স্থায়ী হবে প্রায় ৪ ঘণ্টা ১৫ মিনিট।
পাশাপাশি, এই চন্দ্রগ্রহণের প্রভাব রাশিচক্রের বিভিন্ন রাশির উপর পড়বে। কোন রাশির উপর এই চন্দ্রগ্রহণের কেমন প্রভাব পড়বে আর এই বিষয়ে কী বিশেষ উপায় অবলম্বন করা যায়, সেই বিষয়টা জানার জন্য এর সঙ্গে সম্পর্কিত ভিডিওটি দেখতে হবে। আর শুনে নিতে হবে জ্যোতিষাচার্য পণ্ডিত পিএস ত্রিপাঠীর বক্তব্য।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Buddha Purnima 2023, Chandra Grahan 2023, Lunar Eclipse 2023