আজ একইসঙ্গে বুদ্ধপূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ৷ বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে আজই৷ এই আংশিক চন্দ্রগ্রহণ ভারতের বিভিন্ন অংশ থেকেও দৃশ্য৷
2/ 7
ভারতীয় সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৮ টা ৪৪ মিনিট থেকে৷ দীর্ঘ এই গ্রহণ স্থায়ী হবে রাত ১ টা ১ মিনিট পর্যন্ত৷ ৪ ঘণ্টা ১৮ মিনিট ধরে চলবে আংশিক চন্দ্রগ্রহণ৷
3/ 7
শাস্ত্রীয় মতে গ্রহণের আগে ও পরে স্নান করে নেওয়া আবশ্যিক৷ এতে শরীর ও মন থেকে নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি দূর হয়৷
4/ 7
প্রচলিত বিশ্বাস অনুযায়ী অনেকেই গ্রহণ চলাকালীন খাবার খান না৷ খাবারে তুলসিপাতা দেওয়া থাকে৷ তবে এই ধারণা শুধুই বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে৷ প্রমাণিত ভিত্তি নেই৷
5/ 7
প্রাচীন রীতি অনুযায়ী গ্রহণ চলাকালীন অন্তঃসত্ত্বারা হাতে ছুরি, কাঁচি বা ব্লেডের মতো কোনও ধারাল জিনিস রাখবেন না৷
6/ 7
জ্যোতিষ মতে গ্রহণের সময় অন্তঃসত্ত্বা মহিলারা কোলে একটি নারকেল রাখুন৷ গ্রহণ সমাপ্ত হলে ওই নারকেলের জল পান করুন৷
7/ 7
চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণে অনেকেই নরনারায়ণ সেবা করেন৷ দরিদ্রদের পোশাক ও খাবার দান করে পুণ্যসঞ্চয় করেন৷
Lunar Eclipse 2023: আজ বুদ্ধপূর্ণিমা ও চন্দ্রগ্রহণ, জানুন গ্রহণের সময় এবং তখন কী করবেন, কী করবেন না
ভারতীয় সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৮ টা ৪৪ মিনিট থেকে৷ দীর্ঘ এই গ্রহণ স্থায়ী হবে রাত ১ টা ১ মিনিট পর্যন্ত৷ ৪ ঘণ্টা ১৮ মিনিট ধরে চলবে আংশিক চন্দ্রগ্রহণ৷
Lunar Eclipse 2023: আজ বুদ্ধপূর্ণিমা ও চন্দ্রগ্রহণ, জানুন গ্রহণের সময় এবং তখন কী করবেন, কী করবেন না
প্রচলিত বিশ্বাস অনুযায়ী অনেকেই গ্রহণ চলাকালীন খাবার খান না৷ খাবারে তুলসিপাতা দেওয়া থাকে৷ তবে এই ধারণা শুধুই বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে৷ প্রমাণিত ভিত্তি নেই৷