হোম /খবর /জ্যোতিষকাহন /
অবাঞ্ছিত সম্পর্ক থেকে রেহাই বা ডিভোর্সের মামলা ঝুলে? এই দেবীর মন্দিরে দিন পুজো

Chaitra Navratri 2023: অবাঞ্ছিত সম্পর্ক থেকে রেহাই বা ডিভোর্সের মামলা ঝুলে? নবরাত্রিতে ভক্তের ঢল নেমেছে দেশের এই দেবী মন্দিরে!

নবরাত্রিতে ভক্তের ঢল নেমেছে দেশের এই দেবী মন্দিরে

নবরাত্রিতে ভক্তের ঢল নেমেছে দেশের এই দেবী মন্দিরে

লখনউয়ের চারধাম মন্দিরের ঠিক পিছনেই অবস্থিত এই মন্দির এখন উঠে এসেছে নতুন করে সংবাদের শিরোনামে।

  • Local18
  • Last Updated :
  • Share this:

লখনউ: ভক্তকে কষ্ট থেকে উদ্ধার করার জন্যই সুপরিচিত ভগবান। যখন আর সব পথ রুদ্ধ হয়ে যায়, তখন দৈবী শরণই একমাত্র ভরসা। নবরাত্রির পুণ্য লগ্নও আমাদের সেই কথাই স্মরণ করায়- দেবতাদের দুঃখ দূর করার জন্যই যে আবির্ভূতা হয়েছিলেন দানবদলনী দুর্গতিনাশিনী দুর্গা দেবী! কিন্তু ডিভোর্সের মামলা আটকে থাকলে সেখানেও নিমেষে সুবিচার? এমনকী, অবাঞ্ছিত কোনও সম্পর্ক থেকেও মুক্তি?

প্রাথমিক ভাবে অবিশ্বাস্য মনে হতেই পারে। কিন্তু ভক্তের কষ্ট তো কষ্টই, সে অন্য কোনও কারণেই হোক বা সম্পর্কজনিত কারণে হোক। ফলে, তা দূর করার জন্যও দৈবীকৃপা অপ্রতুল নয়। সঙ্গত কারণেই এই চৈত্র নবরাত্রিতে ভক্তের ঢল নেমেছে লখনউয়ের বন্দী মাতা মন্দিরে। লখনউয়ের চারধাম মন্দিরের ঠিক পিছনেই অবস্থিত এই মন্দির এখন উঠে এসেছে নতুন করে সংবাদের শিরোনামে।

আরও পড়ুন- সবুজ কাপড়ে মুড়ে এই সামান্য বস্তুটিই দান করুন ভক্তিভরে, এই চৈত্র নবরাত্রিতে দেবীর কৃপায় অভাব যাবে ঘুচে!

মন্দিরের বর্তমান ম্যানেজার সুশীলা বাজপেয়ীর কাছে জানা গিয়েছে বন্দী মাতার অলৌকিক কৃপার কাহিনী। যদিও এই মন্দিরের প্রতিষ্ঠা ঠিক কবে, তা তিনি স্পষ্ট করে বলতে পারেননি। কেবল জানিয়েছেন যে তাঁর পূর্বজ বন্দী দান বাজপেয়ী মাতার মূর্তি নিয়ে এসেছিলেন এখানে, তিনিই এই মন্দিরের প্রতিষ্ঠাতা। কিন্তু কোথা থেকে মাতার এই অলৌকিক বিগ্রহ নিয়ে আসা হয়, তার সন্ধান তিনি দিতে পারেননি। অবশ্য এটুকু বলতে ভোলেননি যে বন্দী মাতা বাজপেয়ীদের কুলদেবী, অতএব তাঁর আরাধনার পরম্পরা ঐতিহ্যবাহিত।

আরও পড়ুন- ভারত যেন ‘ডায়াবেটিসের রাজধানী’! সমস্যা নিয়ন্ত্রণে আনতে অপরিহার্য এই তিন ভেষজের পাতা

সুশীলা আরও জানিয়েছেন যে কাতরা রানি নামে প্রসিদ্ধ এই মন্দিরে ভক্তদের সম্পর্কজনিত সব সমস্যার হাত থেকে মুক্তি মেলে। উত্তরদিকে স্থিতা বন্দী মাতার কাছে পূজা দিয়ে নিজের মনোবাসনা ব্যক্ত করতে হয়। তা পূর্ণ হলে মাতাকে নূপুর এবং সধবার উপযোগী প্রসাধনী দান করে তুষ্ট করতে হয়। বছরের পর বছর ধরে এই নিয়মেই পূজার্চনা চলছে বন্দী মাতার, ভক্তের সম্পর্কজনিত কষ্টের ভার লাঘব করছেন তিনি।

Reporter: Anjali Singh Rajpoot
Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Astrology, Chaitra navratri, Chaitra Navratri 2023