ফোঁটায় ভাইয়ের মিষ্টির থালা সাজান রাশি অনুয়ায়ী, রসনা তৃপ্তি তো হবেই, চিরস্থায়ী ঠাঁই নেবেন মা লক্ষ্মীও

Last Updated:

ভাইয়ের দীর্ঘায়ু এবং সমৃদ্ধির জন্য এটাই কিন্তু সবচেয়ে সহজ পথ। দেখে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্রীয় রাশিচক্র অনুযায়ী ভাইয়ের পাতে কোন মিষ্টি দিতেই হবে।

ফোঁটায় ভাইয়ের মিষ্টির থালা সাজান রাশি অনুয়ায়ী, রসনা তৃপ্তি তো হবেই, চিরস্থায়ী ঠাঁই নেবেন মা লক্ষ্মীও
ফোঁটায় ভাইয়ের মিষ্টির থালা সাজান রাশি অনুয়ায়ী, রসনা তৃপ্তি তো হবেই, চিরস্থায়ী ঠাঁই নেবেন মা লক্ষ্মীও
কলকাতা: সে এক দিন ছিল। ভাইফোঁটায় একান্নবর্তী বাড়িতে বসত ভিয়েন। ইয়া বড় কড়াইতে পাক হত মিষ্টি। সঙ্গে চলত দুপুরের রান্নাবান্না। বাড়ি জুড়ে ভেসে বেড়াত জিরে, হলুদের এক অনিবর্চনীয় গন্ধ। সে সব এখন ইতিহাস।
বোনেরা এখন ভিড় জমান মিষ্টির দোকানে। ভাইয়ের সামনে থালা সাজিয়ে দেওয়া হয় কমপক্ষে পাঁচ রকম মিষ্টি। খেয়াল রাখা হয়, যে এলাকার যে মিষ্টি বিখ্যাত সেটা যেন পাতে থাকে। ভাইয়ের পছন্দের মিষ্টিটাও জায়গা পায় ঠিকই। কিন্তু রাশি অনুযায়ী মিষ্টি কেনা হয় কি? ভাইয়ের দীর্ঘায়ু এবং সমৃদ্ধির জন্য এটাই কিন্তু সবচেয়ে সহজ পথ। দেখে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্রীয় রাশিচক্র অনুযায়ী ভাইয়ের পাতে কোন মিষ্টি দিতেই হবে।
advertisement
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। ভাই যদি মেষ রাশির জাতক হন, তবে মালপোয়া দিতেই হবে। স্বাদে ঘিয়ে ভাজা মালপোয়ার কোনও তুলনা নেই। পিঠে-পার্বণের দিন অনেক বাড়িতেই এই পদটি হয়। এবার থেকে ভাইফোঁটার দিনও হোক।
advertisement
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০। বৃষ রাশির জাতক হলে কপাল সুপ্রসন্ন। কারণ ভাইকে দুধের যে কোনও মিষ্টিই দেওয়া যাবে। সে রসগোল্লা, দুধপুলি হোক কিংবা কড়া পাকের সন্দেশ। হাত চেটে খাবেন ভাইও।
advertisement
মিথুন: মে ২১ থেকে জুন ২০। মিথুন রাশির জাতক হলে বেসনের যে কোনও মিষ্টি দেওয়ার কথা বলছে জ্যোতিষশাস্ত্র। এ ক্ষেত্রে বেসনের লাড্ডু হতে পারে পারফেক্ট চয়েস। বেসনের কাঁচাগোল্লাও কিন্তু জিভে জল আনার মতো।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২। ভাই কর্কট রাশির জাতক হলে দিতে হবে রাবড়ি। এই মিষ্টি পছন্দ না হয়ে যায় না। ভাইফোঁটার দিন সবার জন্যই কিনে নেওয়া যায়। ভাইয়ের মঙ্গল বিধান হল, সঙ্গে অন্যদের রসনা তৃপ্তি।
advertisement
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। সিংহ রাশির জাতকদের বীরবিক্রম। জ্যোতিষশাস্ত্র বলছে, এঁদের রসের মিষ্টি দেওয়ায় শ্রেয়। ভাইফোঁটার দিন তাই ভাইয়ের জন্য কিনতে হবে রসগোল্লা, পান্তুয়া কিংবা রসমালাই।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। ভাই কন্যা রাশির জাতক হলে পাতে রাখতে হবে মতিচুর লাড্ডু। বেসন আর সুজির তৈরি এই মিষ্টি অতি উপাদেয়। থালায় দেখলে ভাইয়ের মন ভাল হতে বাধ্য।
advertisement
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। ভাই তুলা রাশির জাতক হলে বোনেদের খাটুনি আছে। জ্যোতিষশাস্ত্র বলছে, ঘরে তৈরি মিষ্টি দিলেই সুখী হবে ভাই। সে লাড্ডু হোক কিংবা হালুয়া, মিষ্টি যেন বাড়ির রান্নাঘরেই তৈরি হয়।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃশ্চিক রাশির জাতকদের গুড়ের তৈরি মিষ্টি দেওয়াই উচিত। বাজারে এই সময় সদ্য নলেন গুড় উঠছে। জলভরা সন্দেশ কিংবা নলেন গুড়ের রসগোল্লা তাই একেবারে পারফেক্ট।
advertisement
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। ধনু রাশির জাতকদের দিতে হবে রসগোল্লা। কেসি দাস হোক কিংবা নবীনচন্দ্র বা পাড়ার ভাল দোকান, পছন্দ অনুযায়ী কিনে নিলেই হল।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। ভাই মকর রাশির জাতক হলে মিষ্টি হোক বালুশাহি। মূলত শুকনো মিষ্টি, গজা প্রকৃতির। কিন্তু স্বাদে লা-জবাব।
advertisement
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। কুম্ভ রাশির জাতকদের দিতে হবে সবুজ রঙের মিষ্টি। ইদানীং সবুজ রঙের ঝাল রসগোল্লা বাজার কাঁপাচ্ছে। ভাইয়ের জন্য সেটাই কিনে আনা যায়।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। ভাই যদি মীন রাশির জাতক হন, তাহলে পাতে দিতে হবে মিল্ক কেক। ভাইফোঁটার থালায় সাজানোর জন্য এটা একটু আনকমন মিষ্টি, কিন্তু স্বাদে তুলনাহীন। ভাই খুশিই হবেন!
Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
ফোঁটায় ভাইয়ের মিষ্টির থালা সাজান রাশি অনুয়ায়ী, রসনা তৃপ্তি তো হবেই, চিরস্থায়ী ঠাঁই নেবেন মা লক্ষ্মীও
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement