সিত্রাংয়ের জের, কালীপুজোয় মহানগরে বায়ু দূষণের মাত্রা নেই

Last Updated:

দীর্ঘ ৩০ বছর পরে এমন ছবি, মত পরিবেশবিদদের। 

কালীপুজোয় মহানগরে বায়ু দূষণের মাত্রা নেই (Photo Courtesy: ANI)
কালীপুজোয় মহানগরে বায়ু দূষণের মাত্রা নেই (Photo Courtesy: ANI)
আবীর ঘোষাল, কলকাতা: দীর্ঘ ৩০ বছর পরে কালীপুজোর রাতে শহরে বায়ু দূষণের মাত্রা প্রায় নেই বললেই চলে ৷ দীর্ঘদিন পরে এমন দূষণমুক্ত আবহাওয়া পেয়ে খুশি পরিবেশবিদরা। বিগত কয়েক বছরে কালীপুজোয় রাত ১০ টা বাজলেই দূষণের মাত্রা এতটাই বেড়ে যেত, যে চিন্তায় থাকতেন বয়স্ক ও শিশুদের অভিভাবকরা ৷ এবারে অন্তত সেই অবস্থা থেকে মুক্তি মিলেছে বলে দাবি তাদের।
পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্র মোহন ঘোষ জানিয়েছেন, ‘‘বিগত ৩০ বছরের ইতিহাসে এমন আবহাওয়া আমরা দেখিনি ৷ শব্দ দূষণের মাত্রা নিয়ন্ত্রিত না থাকলেও, বায়ু দূষণের মাত্রা একেবারেই ছিল নিয়ন্ত্রিত। এতে আমাদের পরিবেশ সুরক্ষিত থাকল।’’
advertisement
তাঁর মতে, সিত্রাংয়ের আশীর্বাদ। ৩০ বছরের ইতিহাসে বায়ু দূষণ কম কলকাতায়। বাতাসে ভাসমান সূক্ষ্ম ও বড় ধূলিকণা অনেক কম। দূষণের মাত্রা গত বারের তুলনায় কম প্রায় ৪০%। বৃষ্টির কারণে কলকাতায় কমল বায়ু দূষণের মাত্রা। চলতি বছরে রাত ১০টায় ফোর্ট উইলিয়ামের মাপ বলছে দূ্ষণের মাত্রা ৪৯ এমজি। যা গতবার ছিল ১৯৪ এমজি। বিধাননগর অঞ্চলে গতবার বায়ু দূষণের মাত্রা ছিল ২২৯ এমজি। এবার সেই মাত্রা হয়েছে ৩৯ এমজি। বালিগঞ্জে কালীপুজোর রাতে দূষিত ধূলিকণার মাত্রা ছিল ৫৩ এমজি। যা গতবার ছিল ১৯০ এমজি। অর্থাৎ গড়ে বাতাসে দূষণের মাত্রা গতবারের চেয়ে প্রায় ৬০% কম ছিল।
advertisement
আর এতেই খুশি পরিবেশবিদরা ৷ তবে তাদের আশঙ্কা আজ, মঙ্গলবার থেকেই আবহাওয়া  পরিস্থিতি অনেকটাই অনুকূল হয়ে যাবে। ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই ৷
এই অবস্থায় আজ যদি বাজি ফাটানোর ও পোড়ানোর মাত্রা বেড়ে যায় তাহলে ফের মহানগরে বায়ু দূ্ষণের মাত্রা বেড়ে যাবে। ফলে দূষণ রোধে কালীপুজোয় শহর পাস করলেও, আজ কী হয় সেদিকেই নজর পরিবেশবিদদের। তবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মতে, যে ভাবে চারিদিকে প্রচার চলছে, মানুষ নিজে থেকেও অনেক সচেতন হয়েছেন। এ ছাড়া সবুজ বাজি প্রচুর বিক্রি হয়েছে। তাই দূষণ নিয়ন্ত্রিত থাকবে। আজ কী হয়, নজর সকলের সেদিকেই।
বাংলা খবর/ খবর/কলকাতা/
সিত্রাংয়ের জের, কালীপুজোয় মহানগরে বায়ু দূষণের মাত্রা নেই
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement