Alipurduar News: গণ্ডারের পর এবার পর্যটকদের পথ আটকাল দাঁতাল! রক্ষা করল কুনকি হাতি! দেখুন রুদ্ধশ্বাস ভিডিও
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
চিলাপাতায় সকালে সাফারি করতে বেরিয়েছিল পর্যটকের দল। চারটি সাফারি গাড়ি জঙ্গলে প্রবেশ করতে যাচ্ছিল।
আলিপুরদুয়ার: জলদাপাড়ায় সাফারি চলাকালীন গণ্ডারের হামলার রেশ কাটতে না কাটতেই চিলাপাতায় সাফারি গাড়ির সামনে চলে এল বুনো হাতি। যদিও কুনকি হাতি সুরক্ষার দায়িত্বে থাকায় কপাল জোরে বেঁচে যান পর্যটকেরা।
চিলাপাতায় সকালে সাফারি করতে বেরিয়েছিল পর্যটকের দল। চারটি সাফারি গাড়ি জঙ্গলে প্রবেশ করতে যাচ্ছিল। সেইসময় পথ আটকে দাঁড়িয়ে পড়ে একটি বুনো হাতি। পর্যটকবোঝাই সাফারি গাড়ির চালকেরা বুনো হাতির উপস্থিতি বুঝতে পেড়ে পঞ্চাশ মিটার দুরে গাড়ি দাঁড় করিয়ে দেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘ডাকঘর’-এর ১ম পরিচালক-ডিওপির নাম নেই প্রচারে, প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক অরিত্র
পেছনে আসছিল জঙ্গল পাহারা দেওয়া একটি কুনকি হাতি। মাহুত ও এক বনকর্মী কুনকি হাতির পিঠে চেপে বুনো হাতিটিকে জঙ্গলের ভেতরে ঢুকিয়ে দিতে এগিয়ে যান। বুনো হাতিটি জিপসি বোঝাই পর্যটকদের পথ আটকে এবার প্রচণ্ড হুঁশিয়ারি দিতে শুরু করে।
advertisement
তবে পর্যটকদের দলের পাহারায় একটি কুনকি হাতি থাকায় বিপদ বাড়েনি।তবে দাঁতালের চড়া মেজাজ দেখে এক সময় পিঠটান দেয় কুনকি হাতিটিও। শেষে আত্মরক্ষার স্বার্থে জিপসি চালকরা গাড়ি পিছিয়ে নেওয়ায় কোনও বিপত্তি ঘটেনি। তবে সঙ্গে কুনকি হাতি না থাকলে যে কোনও সময় বড় বিপত্তির সম্ভাবনা ছিল। দেখে নিন সেই ভিডিও।
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2023 6:03 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: গণ্ডারের পর এবার পর্যটকদের পথ আটকাল দাঁতাল! রক্ষা করল কুনকি হাতি! দেখুন রুদ্ধশ্বাস ভিডিও