Alipurduar: বর্ধিত মজুরির বকেয়া টাকা মিলছে না অধিকাংশ চা বাগানে! ক্ষুব্ধ শ্রমিকরা

Last Updated:

উত্তরবঙ্গের অধিকাংশ চা বাগানে শ্রমিকদের বর্ধিত এরিয়ার টাকা মিলছে না বলে অভিযোগ। ক্ষুব্ধ চা শ্রমিকরা এক বেলা কাজ করছেন। কেন দেওয়া হল না এরিয়ার টাকা?

+
title=

#আলিপুরদুয়ার : উত্তরবঙ্গের অধিকাংশ চা বাগানে শ্রমিকদের বর্ধিত এরিয়ার টাকা মিলছে না বলে অভিযোগ। ক্ষুব্ধ চা শ্রমিকরা এক বেলা কাজ করছেন। কেন দেওয়া হল না এরিয়ার টাকা? উত্তর দিতে নারাজ মালিক কর্তৃপক্ষ। বর্ধিত বেতন মিলছে না বেশ কিছু চা বাগানের শ্রমিকদের,অভিযোগে সরগরম চারিদিক। গত জুন মাসের ৮ তারিখ হাসিমারায় এক সরকারী আদিবাসী গনবিবাহের অনুষ্ঠানে এসে চা শ্রমিকের দৈনিক পারশ্রমিক ১৫% বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে রাজ্য সরকারের শ্রম দফতরের তরফে গেজেট নোটিফিকেশনও করা হয়েছিল।
বলা হয়েছিল ২০২২ সালের ১ লা জানুয়ারি থেকেই লাগু হবে ওই নিয়ম। অথচ বাস্তব বলেছে অন্য কথা। উত্তরবঙ্গের সিংহভাগ চা বাগানে দৈনিক মজুরি ৩০ টাকা বাড়ানো হলেও, এরিয়ারের টাকা প্রদান করা নিয়ে নিশ্চুপ বেশির ভাগ চা বাগান কর্তৃপক্ষ। বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রচন্ড ক্ষোভ তৈরি হয়েছে চা শ্রমিকদের মধ্যে। যাকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে দুটি পাতা একটি কুঁড়ির শ্রমিক মহল্লায়।
advertisement
advertisement
পূর্বে চা শ্রমিকরা পেত ২০২ টাকা দৈনিক পারিশ্রমিক। বেড়ে দাড়িয়েছে ২৩২ টাকা দৈনিক পারিশ্রমিক। অগষ্ট মাস থেকে দৈনিক ২৩২ টাকা দৈনিক মিলছে কিন্ত জানুয়ারি থেকে জুলাই এই সাত মাসের বকেয়া বর্ধিত বেতনের ৫০% জুলাই মাসে এবং ৫০% অগাষ্ট মাসের পাওয়ার কথা থাকলে সেটা মিলছে না ।
advertisement
আরও পড়ুনঃ বন্যপ্রাণীর আতঙ্ক ‌আর অভাব নিত্যসঙ্গী খেড়িয়াব্স্তির! ফিরেও তাকায় না কেউ
ইতিমধ্যে বেশ কয়েকটি চা বাগানে বর্ধিত এরিয়ার টাকা প্রদানের দাবিতে শ্রমিকরা আন্দোলনে সামিল হয়েছে। অনেক চা বাগানে শ্রমিকরা এক বেলা কাজ করছে । কালচিনি চা বাগানে শ্রমিকরা একবেলা কাজ করছে শ্রমিকদের দাবি বর্ধিত পারিশ্রমিক শীঘ্র প্রদান করা হক। এদিকে এরিয়ারের টাকা কেন দেওয়া হচ্ছে না শ্রমিকদের? প্রশ্নের উত্তর দিতে চাইছে না মালিক কর্তৃপক্ষ।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: বর্ধিত মজুরির বকেয়া টাকা মিলছে না অধিকাংশ চা বাগানে! ক্ষুব্ধ শ্রমিকরা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement