Alipurduar News: ফ্লাড সেন্টার থেকে ঘরে ফিরেই লেগে পড়লেন জলকাদা পরিষ্কারে

Last Updated:

বন‍্যা পরিস্থিতির কারনে ঘর ছাড়তে হয়েছিল মেচপাড়াবাসীদের। এবার ঘরে ফিরে সকাল থেকে রাত অবধি কাদামাটি পরিস্কারের পালা।

+
title=

আলিপুরদুয়ার: বন‍্যা পরিস্থিতির স্মৃতি ভুলে যাওয়ার নয়। তবুও ঘরে ফেরার প্রস্তুতি শুরু করেছে মেচপাড়াবাসিরা। এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানের পাকা লাইন এলাকার বাসিন্দারা। মেচপাড়া চা বাগানের পাকা লাইনে প্রত‍্যেকের ঘরে প্রায় কোমর সমান কাঁদামাটি জমছে। প্রশাসনের তরফে মেলেনি সাহায্য তাই বাসিন্দারা নিজেরাই কাঁদামাটি পরিস্কার করছেন।
গত বৃহস্পতিবার অবিরাম বৃষ্টির কারণে এলাকায় বন‍্যা পরিস্থিতির উদ্ভব হয়। মেচপাড়া পাকা লাইনের প্রায় ৫০ টি পরিবার জলবন্দী হয়ে পড়ে।পরবর্তীতে তাদের উদ্ধার করে বন‍্যাত্রাণ শিবিরে নিয়ে আসে প্রশাসন। কিন্তু জল কমলেও বাসিন্দাদের ঘররে ভেতরে কোমর সমান কাঁদা মাটি জমেছে। বাসিন্দারা সকলে সকাল থেকে রাত অবধি কাদামাটি পরিস্কার করছে।
advertisement
advertisement
গত দু’দিন থেকে সকাল থেকে সন্ধ‍্যা তারা কাদামাটি পরিষ্কার করছে। বাসিন্দারা জানান এলাকায় পানীয় জলের তীব্র সঙ্কট রয়েছে। এছাড়া প্রত‍্যেকের ঘরের জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে এই কাঁদামাটির জন‍্য।প্রশাসনের তরফে কোনও ব‍্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই ঘর পরিস্কার শুরু করেছে এলাকাবাসীরা নিজেরাই।
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ফ্লাড সেন্টার থেকে ঘরে ফিরেই লেগে পড়লেন জলকাদা পরিষ্কারে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement