North Bengal Tourism: সাইকেল নিয়ে বক্সা জঙ্গলে! সব পর্যটকদের জন্য দারুণ খবর, এই অনুভূতি মিস করবেন না
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
North Bengal Tourism: পকেটে পঞ্চাশ টাকা থাকলেই ঘুরে দেখা যাবে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল।জেলা প্রশাসন ও বন দফতরের এই উদ্যোগে বক্সা পর্যটনে উপচে পড়তে চলেছে পর্যটকের ঢল বলে মনে করা হচ্ছে।
আলিপুরদুয়ার: পকেটে পঞ্চাশ টাকা থাকলেই ঘুরে দেখা যাবে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল। জেলা প্রশাসন ও বন দফতরের এই উদ্যোগে বক্সা পর্যটনে উপচে পড়তে চলেছে পর্যটকের ঢল বলে মনে করা হচ্ছে। এবারে পর্যটকেরা সাইকেলে চেপে ডুয়ার্সের জঙ্গলের মনোরম প্রকৃতি অনুভব করতে পারবেন। বক্সা মানেই গাড়িতে চেপে রাজাভাতখাওয়া যাওয়া। অথবা এই জঙ্গল পাড় করে গাড়ি নিয়েই সান্তলখোলা বা জয়ন্তী যাওয়া।কিন্তু সাইকেলে চেপে প্রকৃতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বেশি পছন্দ করবেন বলে প্রশাসনের দাবি।
দমনপুর থেকে রাজাভাতখাওয়া অবধি পর্যটকদের জন্য সাইকেল ব্যবস্থা চালু করল জেলা প্রশাসন ও বন দফতর। জানা গিয়েছে মাত্রা ৫০ টাকা ব্যয়ে এবার বক্সার জঙ্গল এলাকা ঘুরতে পারবেন পর্যটকরা। জেলা প্রশাসনের তরফে ডুয়ার্স দর্শন নামে প্রকল্প চালু হয়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া এলাকার একটি স্বনির্ভর গোষ্ঠীর হাতে ৫ টি সাইকেল তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
এখন থেকে সাইকেল নিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন পর্যটকরা। তার জন্য দিতে হবে শুধু মাত্র ৫০ টাকা।এই বিষয়ে জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা জানান, “পর্যটকদের আকৃষ্ট করা তো রয়েছে- ।পাশাপাশি এলাকার মহিলাদের আয়ের উৎস বাড়ানর এটি একটি পথ। পর্যটকদের আগমন দেখে বাড়ানো হবে সাইকেলের সংখ্যা। কম খরচে জঙ্গল ঘুরে দেখার এই সুযোগ পর্যটকরা হাতছাড়া করবে না বলে আমার আশা।”
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2023 4:31 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
North Bengal Tourism: সাইকেল নিয়ে বক্সা জঙ্গলে! সব পর্যটকদের জন্য দারুণ খবর, এই অনুভূতি মিস করবেন না