Alipurduar News: পায়ে হেঁটেই পার হতে হয় নদী! বর্ষায় হয় ভয়ঙ্কর অবস্থা, কবে হবে সেতু? আসন্ন পঞ্চায়েত ভোটের আগে প্রশ্ন এলাকাবাসীর
- Published by:Ankita Tripathi
- hyperlocal
Last Updated:
গোবরজ্যোতি নদী দিয়ে প্রতি বর্ষায় বয়ে যায় জল।তবুও সেতু পেল না এই নদীটি।এবারও আসছে পঞ্চায়েত নির্বাচন।এবার কি সেতু পাবে গোবরজ্যোতি নদী? প্রশ্ন তুলছে এলাকার বাসিন্দারা।
আলিপুরদুয়ার: গোবরজ্যোতি নদী দিয়ে প্রতি বর্ষায় বয়ে যায় জল।তবুও সেতু পেল না এই নদীটি।এবারও আসছে পঞ্চায়েত নির্বাচন।এবার কি সেতু পাবে গোবরজ্যোতি নদী?প্রশ্ন তুলছে এলাকার বাসিন্দারা।
ভুলন চৌপথি ও খোকলাবস্তি।মাঝ দিয়ে বয়ে গিয়েছে গোবরজ্যোতি নদী।বছরের অন্যান্য সময় নদীতে জলের দেখা পাওয়া যায় না।তাই সেতু না থাকায় নদী দিয়েই যাতায়াত করে এলাকাবাসীরা। অটো,বাইক সাইকেল কিংবা পায়ে হেঁটে নদী পেড়িয়ে যাতায়াত চলে এপার এবং ওপারে। কিন্তু বর্ষাকালেই ফুলেফেঁপে ওঠে গোবরজ্যোতি। বুক সমান জল দিয়ে চলাফেরা দায় হয়ে পড়ে।যার ফলে ভুলন চৌপথি ও খোকলাবস্তি এলাকার বাসিন্দাদের তিন কিলোমিটার ঘুরপথে আসতে হয় প্রধান সড়কে।
advertisement
advertisement
বছরের পর বছর ধরে এই বঞ্চনার শিকার গোবরজ্যোতির দুই পাড়ের মানুষেরা। এবারেও পঞ্চায়েত নির্বাচনে গোবরজ্যোতির ওপর সেতু নির্মাণকে কেন্দ্র করে ভোট চাইতে আসবে শাসক ও বিরোধী শিবির। সবটাই জানেন দুই পাড়ের মানুষ।সমস্যার সমাধান এই পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে হবে কি? প্রশ্ন তুলছেন তারা।
advertisement
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2023 1:23 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: পায়ে হেঁটেই পার হতে হয় নদী! বর্ষায় হয় ভয়ঙ্কর অবস্থা, কবে হবে সেতু? আসন্ন পঞ্চায়েত ভোটের আগে প্রশ্ন এলাকাবাসীর