Alipurduar News: চৈত্রেই বর্ষবরণ! আলপনায় সাজিয়ে প্রদীপ জ্বালিয়ে পালন হচ্ছে সোনাম লোসার উৎসব

Last Updated:

লোসার উৎসব পালিত হচ্ছে কালচিনিজুড়ে।বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা এই উৎসবে মেতে ওঠেন।নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব এটি।

+
চৈত্রেই

চৈত্রেই বর্ষবরণ! আলপনায় সাজিয়ে প্রদীপ জ্বালিয়ে পালন হচ্ছে সোনাম লোসার উৎসব

আলিপুরদুয়ার: লোসার উৎসব পালিত হচ্ছে কালচিনিজুড়ে।বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা এই উৎসবে মেতে ওঠেন।নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব এটি।
বৌদ্ধ সম্প্রদায়ের নববর্ষ উৎসব সোনাম লোসার নামে পরিচিতি। নববর্ষের প্রথম দিনের আগে পুরনো বছরের শেষ সাত দিন লোসার পালন করা হয়। সিকিমের রাজা সিগমে নমগিয়াল সিকিমে লোসার পালনের প্রথা এক মাস এগিয়ে আনেন। সিকিমে তাই ভারতের অন্যান্য জায়গার থেকে এক মাস আগে লোসার পালিত হয়। এই উৎসব সেখানে ‘সোনাম লোসার’ নামে পরিচিত। সিকিম-সহ পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকায় যেখানে ডুকপা জনজাতির বসবাস সেখানে একই নিয়মে পালিত হয় লোসার উৎসব।
advertisement
advertisement
‘লোসার’-এর সময় বাড়িঘর আলপনায় সজ্জিত হয়। রাতে বাড়িতে একটি প্রদীপ জ্বালানো হয়।যখন লোসার উদযাপনের সময় ঘনিয়ে আসে, তখন স্থানীয়রা প্রচণ্ড উত্তেজনায় ভরপুর থাকেন। উদযাপনের প্রস্তুতিতে নিজেদের সামিল করেন। যার মধ্যে নৃত্য পরিবেশনা, সঙ্গীত পরিবেশন, মঠের সাজসজ্জা এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের মহড়া অন্তর্ভুক্ত। এছাড়াও, লোকেরা কোনও অপ্রয়োজনীয় পুরানো জিনিসপত্র ফেলে দিয়ে তাদের ঘর পরিষ্কার করা শুরু করে।
advertisement
জয়গাঁয় গোপীমোহন ময়দানে ডুয়ার্স তামাং বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে সোনাম লোসারের আয়োজন করা হয়েছে।যেখানে বৌদ্ধদের কৃষ্টি,সংস্কৃতি তুলে ধরা হয়েছে।এই উৎসবে সকলেই নিজস্ব সংস্কৃতির পোশাক পড়ে অংশগ্রহণ করেন। তামাংদের পোশাক,গয়না,টুপির প্রায় কুড়িটি স্টল বসেছিল।শুধু জয়গাঁ নয়,ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভীড় জমান এই উৎসবে।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: চৈত্রেই বর্ষবরণ! আলপনায় সাজিয়ে প্রদীপ জ্বালিয়ে পালন হচ্ছে সোনাম লোসার উৎসব
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement