Alipurduar News: বনদফতরের গাড়ি পৌঁছে দিচ্ছে পরীক্ষা কেন্দ্রে! খুশি পরীক্ষার্থীরা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
বন্যজন্তু বিশেষ করে হাতির হানা থেকে পরীক্ষার্থীদের রক্ষা করতে বন দফতরের গাড়ি করে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে পরীক্ষার্থীরা। গাড়ি মেলায় খুশি পরীক্ষার্থীরা।
আলিপুরদুয়ার: বন্যজন্তু বিশেষ করে হাতির হানা থেকে পরীক্ষার্থীদের রক্ষা করতে বনদফতরের গাড়ি করে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে পরীক্ষার্থীরা। গাড়ি মেলায় খুশি পরীক্ষার্থীরা।
কালচিনি ব্লকের বনবস্তি ও জঙ্গল সংলগ্ন গ্ৰাম এলাকায় যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য চালু করা হয়েছে বনদফতরের গাড়ি।বনকর্মীরা পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে।মাধ্যমিক পরীক্ষার প্রথমদিন জলপাইগুড়ি জেলায় হাতির হানায় মৃত্যু হয়েছে এক মাধ্যমিক পরীক্ষার্থীর।এই ঘটনা ঘটার পর নড়েচড়ে বসেছে বনদফতর।
advertisement
advertisement
এ বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডাইরেক্টর অপূর্ব সেন জানিয়েছেন, বনবস্তি ও জঙ্গল সংলগ্ন এলাকার পরীক্ষার্থীদের বনদফতরের গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। জঙ্গলের ভিতরে শটকার্ট রুট বনবস্তি বাসিন্দাদের ব্যবহার করতে দেওয়া হবে না। এই বিষয়ে বনদফতরের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।
advertisement
এমনিতেই বনবস্তি এলাকায় যানবাহনের সমস্যা থাকেই।মাধ্যমিক পরীক্ষায় যাতে সেই সমস্যার মুখে না পড়তে হয় বাসিন্দাদের। তাই এই উদ্যোগ বলে জানা যায়।কালচিনি ব্লকে মোট ১৪ টি বনবস্তি রয়েছে।এরমধ্যে সবচেয়ে প্রত্যন্ত এলাকা ভুতরি, রায়মাটাং ও নিমতি। পরীক্ষার্থীরা বনদফতরের গাড়ি পেয়ে খুব খুশি।তাদের পরিস্থিতি বুঝে এই গাড়ি দেওয়ায় তারা বনদফতরকে ধন্যবাদ জানিয়েছে।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2023 4:24 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বনদফতরের গাড়ি পৌঁছে দিচ্ছে পরীক্ষা কেন্দ্রে! খুশি পরীক্ষার্থীরা