Alipurduar News: পথশিশুদের নিয়ে অভিনব উদ্যোগ অঙ্গনওয়াড়ি দফতরের! দেখে আশ্চর্য হবেন আপনিও
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
পথশিশুদের পরিচর্যায় এগিয়ে এল অঙ্গনওয়াড়ি কেন্দ্র।আলিপুরদুয়ার শহর ঘুরে খুঁজে বের করা হয়েছে পথশিশুদের।সমাজের মূল স্রোতে এই শিশুদের ফেরাতে আলিপুরদুয়ারে চালু হল ভ্রাম্যমান অঙ্গনওয়াড়ি কেন্দ্র।
আলিপুরদুয়ার: স্কুল যাওয়া যাদের কাছে অধরা স্বপ্ন।সেই পথশিশুদের পরিচর্যায় এগিয়ে এল অঙ্গনওয়াড়ি কেন্দ্র।আলিপুরদুয়ার শহর ঘুরে খুঁজে বের করা হয়েছে পথশিশুদের।সমাজের মূল স্রোতে এই শিশুদের ফেরাতে আলিপুরদুয়ারে চালু হল ভ্রাম্যমান অঙ্গনওয়াড়ি কেন্দ্র।
আলিপুরদুয়ারে অঙ্গনওয়াড়ি দফতরের উদ্যোগে পথশিশুদের জন্য ভ্রাম্যমান অঙ্গনওয়াড়ি সেন্টার চালু করা হল। আলিপুরদুয়ারের এক স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতার হাত বাড়িয়েছে। এলাকার পথ শিশুদের সমাজের মূল স্রোতে ফেরাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
advertisement
advertisement
এই উদ্যোগ গ্রহণ করার আগে রীতিমতো আলিপুরদুয়ার জেলা শহরের বিভিন্ন প্রান্তে খোঁজখবর চালিয়েছে দফতর। এলাকায় মোট ৩৫ জন পথশিশু রয়েছে। যারা কখনও বিদ্যালয়ের মুখ দেখেনি। এমনকি নিজেকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার মত জ্ঞান তাদের তৈরি হয়নি। তাই তাদের এই সমস্ত বিষয়গুলিতে অভ্যস্ত করানোর কাজ শুরু হয়েছে।
advertisement
সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ। সাবান দিয়ে স্নান করে নিজেদের পরিষ্কার রাখা এমনকি চিরুনি দিয়ে চুল ঠিক করা। প্রাথমিকভাবে এই বিষয়গুলির উপরই প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। তাদের প্রতিদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হবে।
তারা এই বিষয়গুলিতে একটু অভ্যস্ত হলেই আলিপুরদুয়ারের বউবাজার এলাকায় অবস্থিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তাদের পঠন-পাঠনের জন্য নিয়ে যাওয়া হবে। এদিন প্রথমে তাদের হাতে ব্রাশ পেস্ট ও সাবান তুলে দেওয়া হয় দফতরের পক্ষ থেকে। দুপুরের খাবারও দেওয়া হয় ওই পথশিশুদের। এই সমস্ত প্রক্রিয়া কে পাইলট প্রজেক্ট হিসেবে দেখছে অঙ্গনওয়াড়ি দফতর। এই প্রজেক্ট সফল হলে আগামী দিনে আরো বড়স্তরে জেলা ভিত্তিকস্তরে পথশিশুদের এই প্রজেক্টের আওতায় আনা হবে।
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2023 11:35 AM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: পথশিশুদের নিয়ে অভিনব উদ্যোগ অঙ্গনওয়াড়ি দফতরের! দেখে আশ্চর্য হবেন আপনিও