Alipurduar News: রাতে হঠাৎ শব্দ শুনে সুপারি বাগানে গেলেন ব্যক্তি, তারপরেই ঘটে গেল সেই সাংঘাতিক ঘটনা

Last Updated:

বৃহস্পতিবার রাত প্রায় এগারোটায়  বাড়ির পেছনে সুপারি বাগান থেকে শব্দ শুনতে পান দেবেন্দ্র ভট্টরাই নামের এক ব‍্যক্তি। বাইরে বের হতেই বুনো হাতির আক্রমণের শিকার হন তিনি

Alipurduar
Alipurduar
আলিপুরদুয়ার: সুপারি বাগান থেকে শব্দ শুনে বাইরে বের হতেই প্রাণ গেল মাদারিহাটের এক ব‍্যক্তির। বৃহস্পতিবার রাত প্রায় এগারোটায়  বাড়ির পেছনে সুপারি বাগান থেকে শব্দ শুনতে পান দেবেন্দ্র ভট্টরাই নামের এক ব‍্যক্তি। রাত অনেকটা গভীর হওয়ায় তাকে বাড়ির বাইরে যেতে বারণ করেছিল তার পরিবারের সদস্যরা। কিন্তু সেই কথা উপেক্ষা করে বাইরে বের হতেই বুনো হাতির আক্রমণের শিকার হন তিনি।
এই ঘটনায় মাদারিহাট ব্লকের উত্তর ছেকামারি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।মৃতের পরিবার সূত্রে জানা যায়, সুপারি বাগানে চোর ঢুকেছে বলে মনে করেছিল দেবেন্দ্র বাবু। সুপারি চোরকে হাতেনাতে ধরতে গিয়েই বিপাকে পড়েন তিনি।
advertisement
advertisement
বুনো হাতিটি তাকে আছাড় দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।মাদারিহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। শুক্রবার তা ময়নাতদন্তের জন‍্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। মাদারিহাটে প্রতিনিয়ত হাতি ও মানুষ সংঘাতের ঘটনা ঘটেই চলেছে। লাগাতার বুনো হাতির আক্রমণে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: রাতে হঠাৎ শব্দ শুনে সুপারি বাগানে গেলেন ব্যক্তি, তারপরেই ঘটে গেল সেই সাংঘাতিক ঘটনা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement