আলিপুরদুয়ার: সুপারি বাগান থেকে শব্দ শুনে বাইরে বের হতেই প্রাণ গেল মাদারিহাটের এক ব্যক্তির। বৃহস্পতিবার রাত প্রায় এগারোটায় বাড়ির পেছনে সুপারি বাগান থেকে শব্দ শুনতে পান দেবেন্দ্র ভট্টরাই নামের এক ব্যক্তি। রাত অনেকটা গভীর হওয়ায় তাকে বাড়ির বাইরে যেতে বারণ করেছিল তার পরিবারের সদস্যরা। কিন্তু সেই কথা উপেক্ষা করে বাইরে বের হতেই বুনো হাতির আক্রমণের শিকার হন তিনি।এই ঘটনায় মাদারিহাট ব্লকের উত্তর ছেকামারি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।মৃতের পরিবার সূত্রে জানা যায়, সুপারি বাগানে চোর ঢুকেছে বলে মনে করেছিল দেবেন্দ্র বাবু। সুপারি চোরকে হাতেনাতে ধরতে গিয়েই বিপাকে পড়েন তিনি।
আরও পড়ুন- রঘুনাথগঞ্জে তড়িতাহত হয়ে মর্মান্তিক পরিনতি যুবকের
আরও পড়ুন- বাড়ির বাইরে বেরিয়ে এ কী হল বৃদ্ধার! কাণ্ড দেখে আতঙ্কে এলাকাবাসি
বুনো হাতিটি তাকে আছাড় দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।মাদারিহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। শুক্রবার তা ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। মাদারিহাটে প্রতিনিয়ত হাতি ও মানুষ সংঘাতের ঘটনা ঘটেই চলেছে। লাগাতার বুনো হাতির আক্রমণে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
Annanya Dey
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar, Alipurduar news