হোম /খবর /জলপাইগুড়ি /
এক কোটি টাকা খরচ করে জলপাইগুড়িতে তৈরি হল এই ভবন, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Jalpaiguri News: এক কোটি টাকা খরচ করে জলপাইগুড়িতে তৈরি হল ভবন, উদ্বোধন করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী

X
এক [object Object]

জলপাইগুড়ি‌তে প্রায় এক কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছেএই ভবন। আজ হাওড়া থেকে এই ভবনের উদ্বোধন করলেন মুখ‍্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে‌র মধ্য দিয়ে একটি গবেষণা কেন্দ্র, লাইব্রেরি ওপঞ্চানন বর্মা‌র একটি মূর্তি উদ্বোধন করলেন তিনি।

  • Share this:

জলপাইগুড়ি: পঞ্চানন বর্মা স্মারক ভবনের ভার্চুয়াল উদ্বোধনকরলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি‌তে প্রায় এক কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছেএই ভবন। আজ হাওড়া থেকে এই ভবনের উদ্বোধন করলেন মুখ‍্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে‌র মধ্য দিয়ে একটি গবেষণা কেন্দ্র, লাইব্রেরি ওপঞ্চানন বর্মা‌র একটি মূর্তি উদ্বোধন করলেন তিনি।

এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, মণীষী পঞ্চানন বর্মা স্মারক ভবনের সঙ্গে জুড়ে থাকবে তাঁর জীবনী সংক্রান্ত সমস্ত তথ্য। এছাড়া জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার অনেক তথ্য থাকবে এখানে।

আরও পড়ুন- 'শুধু ডাল-ভাত কেন?' মিড ডে মিলের মেনু দেখে কড়া ধমক সরকারি কর্তার

এই ভবনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান‌ও করা যাবে। জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সের পাশেই গড়ে তোলা হয়েছে এই ভবন। এসজেডিএ‌-র পক্ষ থেকে প্রায় এক কোটি টাকা খরচ করে এই ভবন গড়ে তোলা হয়েছে। এই ভবনের বিভিন্ন অনুষ্ঠানে‌র জন্য ২০০ আসন বিশিষ্ট হলঘর থাকছে বলে সৌরভ জানান।

আরও পড়ুন- রাতে হঠাৎ শব্দ শুনে সুপারি বাগানে গেলেন ব্যক্তি, তারপরেই ঘটে গেল সেই সাংঘাতিক ঘটনা

উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চানন বর্মা স্মারক ভবন গড়ে তোলা হয়েছে স্মারক, সমিতির সভাপতি বিজয়চন্দ্র বর্মন বলেন, মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমে ভবনের হল ভবনটি এসজেডিএ-র তত্ত্বাবধানে থাকলেও মণীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতি‌কে নিয়ে একটি কমিটি গঠন করে পরিচালনা করা হবে বলে জানা গেছে।

সুরজিৎ দে

Published by:Sayani Rana
First published:

Tags: Jalpaiguri, Jalpaiguri News