গৌরাঙ্গ প্রভুর ঘাটে কুম্ভ মেলা
৭০৩ বছর পর শুরু হল নদিয়ার কল্যাণীর মাঝেরচর গৌরাঙ্গ প্রভুর ঘাটে কুম্ভ মেলা
কল্যাণী সহ পার্শ্ববর্তী এলাকার বহু সংখ্যক মানুষ এই মেলায় অংশগ্রহণ করছেন
বঙ্গ কুম্ভ মেলা পরিষদের উদ্যোগে ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পাঁচ দিন ধরে চলবে এই কুম্ভ মেলা
এই মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটেছে মাঝেরচর চত্বরে
এই মেলায় মোট ১৩টি আখড়া ও ৪টি সম্প্রদায় যুক্ত রয়েছে
১৩ই ফেব্রুয়ারি শাহি স্নান হবে গঙ্গায়, শাহি স্নান শুধু না ইতিমধ্যে কুম্ভ মেলায় যোগ দিয়ে পূর্ণ স্নান সেরে ফেলেছেন বহু পুন্যার্থী
কুম্ভস্নানে কয়েকশো নাগা সাধু ও সনাতন ধর্মের বিভিন্ন আখড়া থেকে সন্তরা হাজির হয়েছেন
এই শাহি স্নান এবং কুম্ভ মেলার কারণে তৈরি হয়েছে কমিটি, তারমধ্যে আছেন কল্যাণী পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসন সঙ্গে সাধুরাও
এরকম হাজার হাজার সাধুসন্ত একত্রিত মহা কুম্ভ তাও আবার চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত নদিয়াতে ফলে কল্যাণীবাসীরাও অনেকটাই খুশি
এই মেলার বিশেষ আকর্ষণ গঙ্গা আরতি, যা দেখতে জনসাধারণ সন্ধ্যায় ভিড় জমাচ্ছে গঙ্গা তটে
দুর্ঘটনা এড়াতে ডিজেস্টার ম্যানেজমেন্ট এবং প্রচুর পরিমাণে পুলিশের বন্দোবস্ত রয়েছে গঙ্গা ঘাটে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন