আলিপুরদুয়ার: অনাথ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে অভিভাবকের মতো দাঁড়ালেন কালচিনির বিডিও। স্কুটিতে চাপিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন স্বয়ং।হ্যামিল্টনগঞ্জ অনাথ আশ্রমের চারজন ছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তাদের দিকেই সাহায্যের দিলেন কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা। বৃহস্পতিবার সকালে হ্যামিল্টনগঞ্জ ফরওয়ার্ড নগরে স্থিত অনাথ আশ্রমে এসে পৌঁছন তাঁরা। নিজে স্কুটি চালিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন।
এই পরীক্ষার্থীদের বাবা-মা নেই। জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় অপর পড়ুয়াদের বাবা-মা তাদের স্কুলে ছাড়তে এসেছিলেন। সকাল থেকেই মন খারাপ ছিল পড়ুয়াদের। বিডিও প্রশান্ত বর্মণ অনাথ আশ্রমে পৌঁছে তাদের আশ্বাস দেন পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার। কথা মতো কাজ করলেন তিনি।কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ জানান, এই আশ্রমের পরীক্ষার্থীদের অভিভাবক আমরা। তাদের পাশে ব্লক প্রশাসন আছে। বিডিও জানান, ব্লকের প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ছাত্রছাত্রীদের জন্য প্রশাসনের থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনও পরীক্ষার্থীর অসুবিধা হলে টোল ফ্রি নম্বরে ফোন করতে পারে। সবার পাশে রয়েছে কালচিনি ব্লক প্রশাসন।
অনন্যা দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar news