Alipurduar News: অনাথ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিজের স্কুটিতে পৌঁছে দিলেন স্বয়ং বিডিও

Last Updated:

Alipurduar News:হ‍্যামিল্টনগঞ্জ অনাথ আশ্রমের চারজন ছাত্রী এবছর মাধ‍্যমিক পরীক্ষা দিচ্ছে।

+
পরীক্ষার্থীদের

পরীক্ষার্থীদের পৌঁছে দিলেন বিডিও

আলিপুরদুয়ার:  অনাথ মাধ‍্যমিক পরীক্ষার্থীদের পাশে অভিভাবকের মতো দাঁড়ালেন কালচিনির বিডিও। স্কুটিতে চাপিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন স্বয়ং।
হ‍্যামিল্টনগঞ্জ অনাথ আশ্রমের চারজন ছাত্রী এবছর মাধ‍্যমিক পরীক্ষা দিচ্ছে। তাদের দিকেই সাহায্যের দিলেন কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা। বৃহস্পতিবার সকালে হ‍্যামিল্টনগঞ্জ ফরওয়ার্ড নগরে স্থিত অনাথ আশ্রমে এসে পৌঁছন তাঁরা। নিজে স্কুটি চালিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন।
এই পরীক্ষার্থীদের বাবা-মা নেই। জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় অপর পড়ুয়াদের বাবা-মা তাদের স্কুলে ছাড়তে এসেছিলেন। সকাল থেকেই মন খারাপ ছিল পড়ুয়াদের। বিডিও প্রশান্ত বর্মণ অনাথ আশ্রমে পৌঁছে তাদের আশ্বাস দেন পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার। কথা মতো কাজ করলেন তিনি।
advertisement
advertisement
কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ জানান, এই আশ্রমের পরীক্ষার্থীদের অভিভাবক আমরা। তাদের পাশে ব্লক প্রশাসন আছে। বিডিও জানান, ব্লকের প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ছাত্রছাত্রীদের জন‍্য প্রশাসনের থেকে ব‍্যবস্থা নেওয়া হয়েছে। কোনও পরীক্ষার্থীর অসুবিধা হলে টোল ফ্রি নম্বরে ফোন করতে পারে। সবার পাশে রয়েছে কালচিনি ব্লক প্রশাসন।
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: অনাথ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিজের স্কুটিতে পৌঁছে দিলেন স্বয়ং বিডিও
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement