Alipurduar News: মুখোমুখি সাফারি ও বাইকের ধাক্কা! ঘটল ভয়াবহ ঘটনা

Last Updated:

Alipurduar News:ছুটে এলো বাইক! সোজা সাফারির মুখে! তারপর যা হল ভাবতেও পারবেন না!

নয়ানজুলিতে উল্টে গাড়ি
নয়ানজুলিতে উল্টে গাড়ি
#আলিপুরদুয়ার: সাফারির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন দুইজন।ঘটনাটি মাদারিহাট এলাকার। জানা গিয়েছে, বুধবার দুপুরে মাদারিহাট টোটোপাড়া মোরে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের উপর ঘটনাটি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায় আলিপুরদুয়ারগামী একটি বাস এশিয়ান হাইওয়ের উপর যাত্রী তোলার জন্য হঠাৎ দাঁড়িয়ে যায়। সেই সময় বীরপাড়ার দিক থেকে কালচিনি যাচ্ছিল একটি রিজার্ভ করা সাফারি গাড়ি। বাসটি হঠাৎ দাঁড়িয়ে যাওয়ার কারণে সাফারির গাড়িটি পিছন থেকে আসা বাসটিকে ওভারটেক করে যাওয়ার সময় বাসের সঙ্গে সাফারির সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর সাফারি গাড়িটি ডান দিকে সরে গিয়ে উল্টো দিক থেকে বাইক নিয়ে আসা দিনেশ লাখোটিয়াকে সরাসরি ধাক্কা দেয়। সাফারি গাড়িটি এশিয়ান হাইওয়ের ধারে একটি গর্তে গিয়ে উল্টে যায়। মাদারিহাট থানার পুলিশ জানালেন সাফারিটি বীরপাড়া থেকে রিজার্ভ নিয়ে কয়েকজন কালচিনিতে একটি শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছিলেন। সাফারির ভেতর থাকা শান্তি লামার বাঁ হাতটি ভেঙে গিয়েছে।
advertisement
মাদারিহাট গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ঋত্বিক সরকার জানান, দীনেশ লাখোটিয়া এবংশান্তি লামা দুজনের অবস্থাই খুব খারাপ। দুজনকেই রেফার করে দেওয়া হয়েছে আলিপুরদুয়ার হাসপাতালে।সেখানে দীনেশ লাখোটিয়ার মৃত্যু হয়। এই ঘটনার পর এলাকাবাসীরা ক্ষোভ উগড়ে দিয়েছেন।তাদের কথায় বাসগুলির বেপরোয়াভাবে চলে এই রাস্তা দিয়ে।যাত্রীরা হাত দেখালেই যখন তখন দাঁড়িয়ে যায়।
advertisement
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: মুখোমুখি সাফারি ও বাইকের ধাক্কা! ঘটল ভয়াবহ ঘটনা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement