advertisement

প্লে ব্যাক ছাড়ছেন 'সোমু'...! বাড়িতে চোখ ধাঁধাচ্ছে রঙিন ফুলের বাগান! গাছ প্রেমী অরিজিৎ ও স্ত্রী কোয়েলের ছাদবাগানে কী কী গাছ আছে বলুন তো?

Last Updated:
Arijit Singh Koel House: ইতিমধ্যেই প্লে ব্যাক ছাড়ছেন সোমু, ঘোষণা করেছেন নিজেই। আর জিয়াগঞ্জের শিবতলা ঘাটে কাছেই সোমুর বাড়িতে আছে ছাদ বাগান। কী নেই সেই বাগানে!
1/5
জিয়াগঞ্জ, কৌশিক অধিকারী: ইতিমধ্যেই প্লে ব্যাক ছাড়ছেন সোমু, ঘোষণা করেছেন নিজেই। আর জিয়াগঞ্জের শিবতলা ঘাটে কাছেই সোমুর বাড়িতে আছে ছাদ বাগান। কী নেই সেই বাগানে!
জিয়াগঞ্জ, কৌশিক অধিকারী: ইতিমধ্যেই প্লে ব্যাক ছাড়ছেন সোমু, ঘোষণা করেছেন নিজেই। আর জিয়াগঞ্জের শিবতলা ঘাটে কাছেই সোমুর বাড়িতে আছে ছাদ বাগান। কী নেই সেই বাগানে!
advertisement
2/5
সুরের জাদুকর তথা বাংলার গর্ব অরিজিৎ ও স্ত্রী কোয়েল তারা ছাদ বাগান তৈরি করেছেন আগেই। আর ছাদে উঠেই দেখা মিলবে বহু ফুল থেকে বেশ কিছু ফলের।
সুরের জাদুকর তথা বাংলার গর্ব অরিজিৎ ও স্ত্রী কোয়েল তারা ছাদ বাগান তৈরি করেছেন আগেই। আর ছাদে উঠেই দেখা মিলবে বহু ফুল থেকে বেশ কিছু ফলের।
advertisement
3/5
অরিজিৎ সিং মাঝে মধ্যে সময় দিয়ে গাছ পরিচর্যা করে থাকেন। এমনকি গাছের মালি যারা আছেন তাদের কাছেও খোঁজ নিয়ে থাকেন গাছের ব্যাপারে।
অরিজিৎ সিং মাঝে মধ্যে সময় দিয়ে গাছ পরিচর্যা করে থাকেন। এমনকি গাছের মালি যারা আছেন তাদের কাছেও খোঁজ নিয়ে থাকেন গাছের ব্যাপারে।
advertisement
4/5
অরিজিৎ সিং বর্তমানে যে বাড়িতে বসবাস করেন সেই বাড়ির ছাদেই আছে এই বাগান। টকটকে লাল, গোলাপি থেকে শুরু করে সাদা, নীল, বেগুনি, খয়েরি ও বিভিন্ন রঙের পিটুনিয়া ফুল। ছাদে যে-ই ওঠেন, প্রথমে পিটুনিয়ার রূপে মুগ্ধ হন।
অরিজিৎ সিং বর্তমানে যে বাড়িতে বসবাস করেন সেই বাড়ির ছাদেই আছে এই বাগান। টকটকে লাল, গোলাপি থেকে শুরু করে সাদা, নীল, বেগুনি, খয়েরি ও বিভিন্ন রঙের পিটুনিয়া ফুল। ছাদে যে-ই ওঠেন, প্রথমে পিটুনিয়ার রূপে মুগ্ধ হন।
advertisement
5/5
এছাড়াও পিটুনিয়ার সঙ্গে পাল্লা দিয়ে সৌন্দর্য বিলাচ্ছে বিভিন্ন রঙের শীতের ফুল চন্দ্রমল্লিকা, কসমস, গাঁদা, এস্টার, জারবেরা, ডালিয়া, গোলাপ, জিনিয়া, সিলভিয়া। আছে বিভিন্ন রঙের কাঁটামুকুট, বাগানবিলাস, ১০ থেকে ১৫ বছর বয়সি মরুগোলাপ এডেনিয়াম-সহ অনেক ফুল।
এছাড়াও পিটুনিয়ার সঙ্গে পাল্লা দিয়ে সৌন্দর্য বিলাচ্ছে বিভিন্ন রঙের শীতের ফুল চন্দ্রমল্লিকা, কসমস, গাঁদা, এস্টার, জারবেরা, ডালিয়া, গোলাপ, জিনিয়া, সিলভিয়া। আছে বিভিন্ন রঙের কাঁটামুকুট, বাগানবিলাস, ১০ থেকে ১৫ বছর বয়সি মরুগোলাপ এডেনিয়াম-সহ অনেক ফুল।
advertisement
advertisement
advertisement