Tiger Attack: কলস দ্বীপে বাঘের মুখে মৎস্যজীবী! কাঁকড়া ধরতে গিয়ে ঘাড় কামড়ে ধরল দক্ষিণরায়, সঙ্গীদের মরণপণ লড়াইয়ে প্রাণরক্ষা

Last Updated:

South 24 Parganas Tiger Attack: কলস দ্বীপে কাঁকড়া ধরতে গিয়ে ফের বাঘের হামলা! মৎস্যজীবীর ঘাড় কামড়ে জঙ্গলে টেনে নিয়ে যাচ্ছিল বাঘ, কিন্তু সঙ্গীদের অদম্য সাহসিকতায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন তিনি। পড়ুন সেই হাড়হিম করা ঘটনার বিবরণ।

বাঘের হানা
বাঘের হানা
পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: কলস দ্বীপের কাছে বিজয়ওয়াড়ার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে আহত মৎস্যজীবী। ওই মৎস্যজীবীর নাম বনু বক্তা (৩২)। আহত মৎস্যজীবীকে পাথরপ্রতিমায় আনা হয়েছে। স্থানীয় ও পুলিশসূত্রে খবর পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের সত্যদাসপুর গ্রামে বাড়ি ওই ব্যক্তির। চার দিন আগে প্রায় ১২ জনের একটি দল নৌকা নিয়ে জঙ্গলে কাঁকড়া ধরতে যায়। সেই দলের সঙ্গে ছিলেন বনু।
কাঁকড়া ধরার টিমটি জঙ্গল লাগোয়া নদীর তীর বরাবর হাঁটছিল বলে জানিয়েছে পুলিশ। সেই সময় হঠাৎই একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে বনুর উপর ঝাঁপিয়ে পড়ে। তখন তাঁর সঙ্গীরা কাঁকড়া ধরার যন্ত্রাংশ ও লাঠি নিয়ে বাঘের দিকে ধাওয়া করে।
advertisement
advertisement
বেগতিক দেখে বাঘ জঙ্গলে পালিয়ে যায়। এরপরই তাঁর সঙ্গীরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পাথরপ্রতিমায় নিয়ে আসেন। বর্তমান তাঁকে পাথরপ্রতিমার মাধবনগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগেও এইরকম ঘটনা ঘটেছে। ফলে স্থানীয়রা আতঙ্কিত। তবে কাঁকড়া ধরতে যাওয়ার সময় আরও সতর্ক অবস্থানে থাকলে এই ঘটনা এড়ানো যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। আহত বনু ভক্তার দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে। তবে টিম সঙ্গে না থাকলে হয়তো আরও বড় বিপদ হতে পারত এমন কথা জানিয়েছেন বনুর সঙ্গীরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Tiger Attack: কলস দ্বীপে বাঘের মুখে মৎস্যজীবী! কাঁকড়া ধরতে গিয়ে ঘাড় কামড়ে ধরল দক্ষিণরায়, সঙ্গীদের মরণপণ লড়াইয়ে প্রাণরক্ষা