Vivo X200T India Launch: DSLR-কে দেবে টক্কর! ZEISS ক্যামেরা ও বিশাল ব্যাটারি নিয়ে ভারতে পা রাখল Vivo X200T, জানুন দাম ও অফার
- Reported by:Trending Desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Vivo India তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন X200T ভারতীয় বাজারে লঞ্চ করেছে। এই ফোনটি বিশেষভাবে সেই সব ইউজারদের জন্য উপযুক্ত যাঁরা শক্তিশালী পারফরম্যান্সের সঙ্গে দুর্দান্ত ক্যামেরা অভিজ্ঞতা চান।
advertisement
Vivo X200T দুটি স্টোরেজ বিকল্পে লঞ্চ হয়েছে। ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ প্রথম ভ্যারিয়েন্টটি ৫৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে, যেখানে ১২ জিবি RAM এবং ৫১২ জিবি স্টোরেজ সহ ভ্যারিয়েন্টটি ৬৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। রঙের বিকল্পগুলির মধ্যে রয়েছে Stellar Black এবং Seaside Lilac। ৩ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ থেকে Vivo-এর অফিসিয়াল ওয়েবসাইট, Flipkart এবং অফলাইন খুচরো দোকানে এটির বিক্রয় শুরু হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
ক্যামেরা এই ফোনের হাইলাইট। ZEISS-এর সঙ্গে অংশীদারিত্বে এতে ৭০ মিমি লেন্স সহ ৫০ এমপি ZEISS সুপার টেলিফটো ক্যামেরা রয়েছে। এটি পোর্ট্রেট ফটোগ্রাফি, সিটি শট এবং ৩x থেকে ১০x জুমের জন্য চমৎকার। এছাড়াও, ১০০x হাইপারজুম, ২০x পর্যন্ত টেলিফোটো ম্যাক্রো, ZEISS পোর্ট্রেট লেন্স প্যাকেজ এবং মোশন ফ্রিজের মতো বৈশিষ্ট্যগুলিও পাওয়া যাবে।
advertisement
advertisement









