Rice Cooking in Pressure Cooker: প্রেশার কুকারে ঠিক ক’টা সিটি দিলে ‘পারফেক্ট’ হয় ভাত! শেষে একটা সোজা কাজেই হয় ফলফলে-ঝরঝরে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সঠিক চাল নির্বাচন করা প্রথম ধাপ। ভাল চাল তৈরির শুরুতে সঠিক চাল নির্বাচন করা হয়। মাঝারি বা লম্বা দানার চাল প্রতিদিনের খাবারের জন্য সবচেয়ে ভাল। পারলে পুরনো চাল ব্যবহার করুন৷ পুরনো চালে স্টার্চ কম থাকে, যার ফলে ভাত চটচটে হয় না৷ দানাগুলো ভালভাবে আলাদা হতে পারে।
ভাত যে কোনও বাঙালি বাড়ির অবিচ্ছেদ্য অংশ৷ আমাদের মধ্যে অনেকেরই সকালে ঘুম ভাঙে গরম গরম ভাতের গন্ধে৷ আর স্নান করে বেরিয়ে যদি নাকে গরম ভাতের গন্ধ আসে, তাহলে তো খিদে আকাশ ছোঁয় মাইক্রোসেকেন্ডে৷ কিন্তু, অনেক সময় আমাদের বাড়ি থেকে দূরে থাকতে হয় পড়াশোনা বা চাকরির প্রয়োজনে৷ ভাত যে কোনও বাঙালি বাড়ির অবিচ্ছেদ্য অংশ৷ আমাদের মধ্যে অনেকেরই সকালে ঘুম ভাঙে গরম গরম ভাতের গন্ধে৷ আর স্নান করে বেরিয়ে যদি নাকে গরম ভাতের গন্ধ আসে, তাহলে তো খিদে আকাশ ছোঁয় মাইক্রোসেকেন্ডে৷ কিন্তু, অনেক সময় আমাদের বাড়ি থেকে দূরে থাকতে হয় পড়াশোনা বা চাকরির প্রয়োজনে৷
advertisement
তখনই হয় সমস্যা৷ আমাদের মধ্যে অনেকেই ঠিক ঝরঝরে ফলফলে ভাত প্রথম চেষ্টাতেই করে উঠতে পারিনা৷ ভাত গলে গ্যাদগ্যাদে হয়ে যায়৷ তার উপরে চটজলদি প্রেশার কুকারে ভাত করতে গিয়েও চাল আর জলের সামঞ্জস্য না থাকায় চটচটে করে ফেলে অনেকে৷ এই প্রতিবেদনে আমরা একটা ছোট্ট টিপস দেব, যাতে আপনার প্রেশার কুকারের ভাতও হবে ফ্যান ঝরানো হাড়ির ভাতের মতো ঝরঝরে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ক’টা সিটি দেবেন?সাধারণ ভাতের জন্য ১ থেকে ২টি সিটি যথেষ্ট। তারপর গ্যাস অফ করে দিন এবং প্রেশার কুকার ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন৷ সঙ্গে সঙ্গে প্রেশার কুকার খুলবেন না৷ শেষে ঢাকনা নিজে থেকে খুলে গেলে সঙ্গে সঙ্গে ভাতে ঠান্ডা জল মিশিয়ে দিন৷ বরফ ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে৷ তারপর প্রেশার কুকারের হুইসল খুলে ঢাকা ফের আটকে অতিরিক্ত জল ঝরিয়ে নিন৷ ভাত তখনই নাড়বেন না৷ কুকার খোলার পর ৫ মিনিট রেখে দিন। কখনওই প্রথম অবস্থায় ভাত হাতা বা কিছু দিয়ে নাড়বেন না৷







