IND vs NZ 4th T20: চতুর্থ টি২০-তে হারের পর গম্ভীরের ‘ফেভারিট’ এই ক্রিকেটারই এখন সবচেয়ে বড় ভিলেন ! হতাশ ফ্যানরা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
IND vs NZ 4th T20: ম্যাচ হেরে এদিন অদ্ভুত ব্যাখ্যাও দিয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর কথা শুনে মনে হল, বিশাখাপত্তনমে নিউজিল্যান্ড ভারতকে হারায়নি। ভারত ইচ্ছা করেই হেরেছে। সূর্যের মতে, তাঁরা চ্যালেঞ্জ নিতে চেয়েছিলেন। তাই এ ভাবে খেলেছেন। নইলে অন্য ভাবে খেলত ভারত।
advertisement
পারলেন না অসাধ্যসাধন করতে এদিন শিবম দুবে। যত ক্ষণ তিনি ক্রিজে ছিলেন, ততক্ষণ ভারতের জয়ের আশা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে শিবম রান আউট হওয়ার পরেই ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়। বিশাখাপত্তনমে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫০ রানে হারল ভারত। এই ম্যাচের পর বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ থেকে আরও দূরে সরে গেলেন সঞ্জু স্যামসন। আরও একটি সুযোগ নষ্ট করলেন তিনি। হয়তো সিরিজে আরও একটি সুযোগ পাবেন তিনি। তার পরেও বিশ্বকাপের দলে তাঁর খেলার সম্ভাবনা কম। (Photo: AP)
advertisement
ভারতের হয়ে এই ৫ ক্রিকেটার সবথেকে খারাপ পারফরম্যান্স করলেন। অভিষেক শর্মা শূন্য রানে আউট হন। চতুর্থ টি-২০ ম্যাচে টিম ইন্ডিয়ার শুরুটাই যথেষ্ট খারাপ হয়। গত ম্যাচে অভিষেক ঝকঝকে হাফসেঞ্চুরি করেছিলেন। এই ম্যাচে সূর্যকুমার যাদবও একেবারে ফ্লপ হয়ে যান। তিনি ৮ বলে মাত্র ৮ রান করেন। অন্যদিকে আবার হার্দিক পান্ডিয়াও এই ম্যাচে যথেষ্ট খারাপ ব্যাটিং করেন। ৫ বলে মাত্র ২ রান করেই তিনি প্যাভিলিয়নে ফিরে যান। এই ম্যাচে হার্দিকের হার্ড হিটিংয়ের দৃষ্টান্ত দেখতে পাওয়া যায়নি। এছাড়া বল হাতে ফ্লপ হর্ষিত রানা। ৪ ওভারে তিনি ৫৪ রান দিলেও একটাও উইকেট নিতে ব্যর্থ ৷ (Photo: AP)
advertisement
advertisement
ম্যাচ হেরে এদিন অদ্ভুত ব্যাখ্যাও দিয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর কথা শুনে মনে হল, বিশাখাপত্তনমে নিউজিল্যান্ড ভারতকে হারায়নি। ভারত ইচ্ছা করেই হেরেছে। সূর্যের মতে, তাঁরা চ্যালেঞ্জ নিতে চেয়েছিলেন। তাই এ ভাবে খেলেছেন। নইলে অন্য ভাবে খেলত ভারত। বিশাখাপত্তনমে ভারতের প্রথম একাদশ নিয়ে প্রশ্ন উঠেছিল। কেন এক ব্যাটসম্যান কম খেলিয়ে এক জন বেশি বোলার খেলানো হল, সেই আলোচনা চলছিল। আরও একজন ব্যাটসম্যান থাকলে হয়তো ম্যাচ ভারতই জিতত। নিউজিল্যান্ডের কাছে ৫০ রানে হেরে সূর্য বলেন, “আমরা ইচ্ছা করেই ছয় ব্যাটার খেলিয়েছি। আমরা পাঁচ জন বিশেষজ্ঞ বোলার খেলাতে চেয়েছিলাম। নিজেদের চ্যালেঞ্জের মধ্যে ফেলতে চেয়েছিলাম।” (Photo: AP)
advertisement
শ্রেয়সকে কেন খেলানো হয়নি, তার ব্যাখ্যাও দিয়েছেন সূর্য। বলেছেন, “বিশ্বকাপের দলে যারা আছে তাদেরই খেলাতে চেয়েছিলাম। নইলে বাকিদেরও সুযোগ দিতাম।” প্রশ্ন উঠছে, তা হলে রবি বিষ্ণোইকে কেন পর পর দু’ম্যাচে খেলানো হল। তবে কি ওয়াশিংটন সুন্দরের খেলার সম্ভাবনা নেই? সেই কারণেই বিষ্ণোইকে তৈরি করা হচ্ছে? (Photo: AP)








