Durga Puja 2023: প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচতে বিশাল উঁচু প্যান্ডেল করা ‌যাবেনা! জানিয়ে দিল জেলা প্রশাসন

Last Updated:

প্রাকৃতিক বিপর্যয়ে পুজোর আনন্দ যেনও নষ্ট না হয়, তার জন‍্য প্রশাসনিক বৈঠকের আয়োজন হল আলিপুরদুয়ারে। এই বৈঠকে ডাকা হয়েছিল জেলার প্রতিটি ক্লাবের সদস‍্যদের। পুলিশ,দমকল,ব‍্যবসায়ীরাও উপস্থিত ছিলেন এই বৈঠকে। হাতে আর গোনা কয়েকটা দিন। তারপরেই শুরু হবে বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো।

+
title=

আলিপুরদুয়ার: প্রাকৃতিক বিপর্যয়ে পুজোর আনন্দ যেনও নষ্ট না হয়, তার জন‍্য প্রশাসনিক বৈঠকের আয়োজন হল আলিপুরদুয়ারে। এই বৈঠকে ডাকা হয়েছিল জেলার প্রতিটি ক্লাবের সদস‍্যদের। পুলিশ,দমকল,ব‍্যবসায়ীরাও উপস্থিত ছিলেন এই বৈঠকে। হাতে আর গোনা কয়েকটা দিন। তারপরেই শুরু হবে বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো।
পুজোয় যাতে নিয়ম, শৃঙ্খলা বজায় থাকে তার জন‍্য প্রশাসনিক স্তরের বৈঠক হল আলিপুরদুয়ারে। বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার মহকুমা শাসক বিপ্লব সরকার।পুজো নিয়ে নানা গাইডলাইন জানান হয় পুজো কমিটিগুলিকে। দর্শনার্থীদের ভিড় সবসময় লেগে থাকে মন্ডপে।তাই সকলেই যাতে সুষ্ঠুভাবে পুজো দেখতে পারেন সেই ব‍্যবস্থা করতে বলা হয়েছে পুজো কমিটিগুলিকে। প্রয়োজনে ভলেন্টিয়ারের সংখ‍্যা বাড়াতে বলা হয়েছে পুজো কমিটিগুলিকে।
advertisement
advertisement
বিশেষভাবে সক্ষম যারা পুজো দেখতে আসবেন তাঁদের যেনও অসুবিধার মুখে না পড়তে হয় তা খেয়াল রাখতে হবে পুজো কমিটিগুলিকে। বড় মন্ডপের ভেতর পাঁচটি অগ্নিনির্বাপক যন্ত্র রাখতেই হবে।গতবছরের পুজোয় প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ভেঙে পড়েছিল শহরের একটি নামি পুজোর মন্ডপ। এবারে মন্ডপের উচ্চতার দিকে খেয়াল রাখতে বলা হয়েছে।
advertisement
এদিনের বৈঠক নিয়ে মহকুমা শাসক বিপ্লব সরকার জানান, “পুজো উদ‍্যোক্তাদের বিভিন্ন নিয়ম নিয়ে অবগত করান হয়েছে। পুজো মণ্ডপে উচ্চস্বরে মাইক বাজান যাবে না।পুজো মণ্ডপের উচ্চতা বেশি করা যাবেনা। যারা প্রতিমা ও মন্ডপের উচ্চতা বেশি করেছেন সেখানে বিশেষ নজর রাখবে প্রশাসন।”
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Durga Puja 2023: প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচতে বিশাল উঁচু প্যান্ডেল করা ‌যাবেনা! জানিয়ে দিল জেলা প্রশাসন
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement