মুড়িগঙ্গায় ফের দুর্ঘটনার কবলে বাংলাদেশি জাহাজ৷ দক্ষিণ চব্বিশ পরগণার কাকদ্বীপে মুড়িগঙ্গায় ডুবতে বসেছে ফ্লাই অ্যাশ নিয়ে যাওয়া বাংলাদেশি জাহাজটি৷ জাহাজে থাকা বিপুল পরিমাণে ফ্লাই অ্যাশ মিশছে নদীর জলে৷ ফলে, এর প্রভাবে মাছের ক্ষতি হবে কি না তা ভেবে দুশ্চিন্তায় স্থানীয় মৎস্যজীবীরা৷ গত ফেব্রুয়ারি মাসে এই মুড়িগঙ্গায় বিপদে পড়েছিল আরও একটি বাংলাদেশি জাহাজ৷ এবার আরও একটি জাহাজ ডুবতে বসেছে৷ মৎস্যজীবীরা বলছেন, দূষণের কারণে নদীতে মাছ এমনিতেই কমেছে৷ নদীর জলে ফ্লাই অ্যাশ মিশে আরও কমছে মাছের সংখ্যা৷