লকডাউন কার্যকর করতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ৷ এ বার পঞ্জাবের জলন্ধর৷ করোনা ভাইরাস রুখতে দেশজুড়ে চলছে লকডাউন৷ শনিবার সকালে জলন্ধরে রেডজোন এলাকায় এক যুবক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে৷ ওই যুবককে থামানোর জন্য এক পুলিশ অফিসার চেষ্টা করতে যান৷ যুবক ওই পুলিশ অফিসারকে বোনেটে ফেলেই টানতে টানতে গাড়ি নিয়ে এগোতে থাকে৷ ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ তার নাম আনমল মেহমি৷ খুনের চেষ্টার মামলা দায়ের করেছে পুলিশ৷ দেখুন৷