SSC Case Update: 'যোগ্য' তালিকায় ববিতা সরকারের নাম। ববিতা সরকারের নাম বাদ দিতে চিঠি এসএসসির। স্কুল শিক্ষা দফতরকে চিঠি স্কুল সার্ভিস কমিশনের। প্রযুক্তিগত সমস্যার জন্য় এই ভুল বলে চিঠিতে উল্লেখ SSC-র। তালিকা থেকেই নাম বাদ দেওয়ার জন্য এসএসসির তরফে চিঠি পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দফতরকে। টেকনিক্যাল বা যান্ত্রিক সমস্যার জন্য এই ভুল বলে স্কুল শিক্ষা দফতরকে চিঠি দিয়েছে এসএসসি।