করোনার সময় স্বল্প পারিশ্রমিকে যুক্তির ভিত্তিতে বিভিন্ন সরকারি হাসপাতালে জিডিএ কর্মীদের নিয়োগ করা হয়। মেদিনীপুর মেডিকেল কলেজও এমন বেশ কিছু কর্মীকে নিয়োগ করা হয়েছিল। সম্প্রতি তাঁদের বসিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এর প্রতিবাদে আন্দোলন শুরু করেছেন কাজ হারানো ওই কর্মীরা। তাঁদের দাবি, বিপদের সময় নিজেদের জীবন বিপন্ন করে হাসপাতালের পাশে এসে দাঁড়িয়েছিলেন। তাই এখন তাঁদেরকে ছাঁটাই করা চলবে না। এরই মধ্যে অজয় মাহাত নামে এক কাজ হারানো জিডিএ কর্মী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
advertisement
আরও পড়ুন: প্রকল্প চালুর দু'বছরেও মেলেনি পানীয় জল! গরমে হাহাকার করণদিঘিতে
জানা গিয়েছে, কাজ হারানোর পর বিভিন্ন জায়গা থেকে ধার করে সংসার চালানোর চেষ্টা করেন অজয়। এর ফলে বাজারে তাঁর বেশ কিছু টাকা দেনা হয়ে যায়। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের শালবনির জাড়া এলাকায়। গত ১ মার্চ থেকে তাঁর কাজ নেই। এই অবস্থায় রবিবার রাতে সংসারের অনটন নিয়ে বাড়িতে সামান্য অশান্তি হয়। এরপরই বিষ খেয়ে অজয় আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি স্ত্রী দয়মন্তি মাহাতর।
বর্তমানে ওই ব্যক্তি মেদিনীপুর মেডিকেল কলেজেই চিকিৎসাধীন। এদিকে অজয় মাহাতর আত্মঘাতী হওয়ার চেষ্টা প্রসঙ্গে কাজ হারানো আরেক জিডিএ কর্মী বাপন দাস বলেন, এরপর আমাদেরও আত্মহত্যা করা ছাড়া আর কোনও উপায় থাকবে না। এভাবে হঠাৎ আমাদের কাজ বন্ধ করে দিলে কোথায় যাব?
শোভন দাস