TRENDING:

West Medinipur News: করোনায় নিয়োগ, প্রয়োজন ফুরোনোয় ছাঁটাই করে হাসপাতাল! অবসাদে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা

Last Updated:

গত ১ মার্চ থেকে তাঁর কাজ নেই। এই অবস্থায় রবিবার রাতে সংসারের অনটন নিয়ে বাড়িতে সামান্য অশান্তি হয়। এরপরই বিষ খেয়ে অজয় আত্মহত্যার চেষ্টা করেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও হঠাৎ করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। যদিও তাতে বিশেষ ভয়ের কিছু দেখছেন না বিশেষজ্ঞরা। চিকিৎসকরা ইতিমধ্যেই বলেছেন, সামান্য কিছু সর্তকতা নিয়ে চললে এই সংক্রমণ থেকে সহজেই বিপদ এড়ানো সম্ভব। আর তাই করোনা মোকাবিলায় হাসপাতালগুলো যে অতিরিক্ত সংখ্যক কর্মী নিয়োগ করেছিল তার অনেকটাই অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। ফলে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা এই অস্থায়ী কর্মীদের অনেককে ধাপে ধাপে ছাঁটাই করতে শুরু করেছে সরকারি হাসপাতালগুলো। মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সম্প্রতি এমনই বেশ কিছু অস্থায়ী কর্মীকে ছাঁটাই করে। তারপরই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল সদ্য কাজ হারানো এক কর্মী। তাঁর পরিবারের দাবি, কাজ হারিয়ে অবসাদে ভুগছিলেন। সেই কারণেই আত্মহত্যার চেষ্টা করেন।
advertisement

করোনার সময় স্বল্প পারিশ্রমিকে যুক্তির ভিত্তিতে বিভিন্ন সরকারি হাসপাতালে জিডিএ কর্মীদের নিয়োগ করা হয়। মেদিনীপুর মেডিকেল কলেজও এমন বেশ কিছু কর্মীকে নিয়োগ করা হয়েছিল। সম্প্রতি তাঁদের বসিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এর প্রতিবাদে আন্দোলন শুরু করেছেন কাজ হারানো ওই কর্মীরা। তাঁদের দাবি, বিপদের সময় নিজেদের জীবন বিপন্ন করে হাসপাতালের পাশে এসে দাঁড়িয়েছিলেন। তাই এখন তাঁদেরকে ছাঁটাই করা চলবে না। এরই মধ্যে অজয় মাহাত নামে এক কাজ হারানো জিডিএ কর্মী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

advertisement

আরও পড়ুন: প্রকল্প চালুর দু'বছরেও মেলেনি পানীয় জল! গরমে হাহাকার করণদিঘিতে

জানা গিয়েছে, কাজ হারানোর পর বিভিন্ন জায়গা থেকে ধার করে সংসার চালানোর চেষ্টা করেন অজয়। এর ফলে বাজারে তাঁর বেশ কিছু টাকা দেনা হয়ে যায়। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের শালবনির জাড়া এলাকায়। গত ১ মার্চ থেকে তাঁর কাজ নেই। এই অবস্থায় রবিবার রাতে সংসারের অনটন নিয়ে বাড়িতে সামান্য অশান্তি হয়। এরপরই বিষ খেয়ে অজয় আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি স্ত্রী দয়মন্তি মাহাতর।

advertisement

View More

বর্তমানে ওই ব্যক্তি মেদিনীপুর মেডিকেল কলেজেই চিকিৎসাধীন। এদিকে অজয় মাহাতর আত্মঘাতী হওয়ার চেষ্টা প্রসঙ্গে কাজ হারানো আরেক জিডিএ কর্মী বাপন দাস বলেন, এরপর আমাদেরও আত্মহত্যা করা ছাড়া আর কোনও উপায় থাকবে না। এভাবে হঠাৎ আমাদের কাজ বন্ধ করে দিলে কোথায় যাব?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের বাজারে 'সস্তার' ফুলকপি...! এবছর কিন্তু বদলে যেতে পারে ছবিটা
আরও দেখুন

শোভন দাস

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: করোনায় নিয়োগ, প্রয়োজন ফুরোনোয় ছাঁটাই করে হাসপাতাল! অবসাদে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল