Uttar Dinajpur News: প্রকল্প চালুর দু'বছরেও মেলেনি পানীয় জল! গরমে হাহাকার করণদিঘিতে
- Published by:kaustav bhowmick
Last Updated:
১৪ লক্ষ টাকা খরচ করে ৬ টি জল প্রকল্প নির্মাণ করা হয় জনস্বাস্থ্য কারিগরি দফতর থেকে। যদিও তাঁরা কেউ জল পান না বলে অভিযোগ গ্রামবাসীদের
উত্তর দিনাজপুর: দুয়ারে সরকারের পর রাজ্য সরকার পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প ঘোষণা করেছে। সেই প্রকল্পের বড় বড় সাইনবোর্ড রাস্তার চারদিকে শোভা পাচ্ছে। কিন্তু ঘটা করে 'পাড়ায় সমাধান' শুরু হলেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ করণদিঘির মানুষের। গরম পড়তেই তীব্র পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে এখানে। এই তাপপ্রবাহে জলটুকু না পেয়ে হাঁসফাঁস অবস্থা গ্রামবাসীদের।
আরও পড়ুন: প্লাস্টিক বর্জ্যের দাপটে সঙ্কটে জলজ প্রাণীরা
গরম পড়তেই পানীয় জলের সঙ্কট তীব্র আকার ধারণ করেছে উত্তর দিনাজপুরের বিভিন্ন প্রান্তে। একই অবস্থা করণদিঘির। এখানে আজও এসে পৌঁছয়নি পানীয় জল। ফলে বাধ্য হয়ে পুকুরের জলই পান করতে হয় বলে গ্রামবাসীদের অভিযোগ। সোনাপুর, হঠাৎপাড়া, বলরাম মন্দির, ডুমরাডাঙি এলাকায় কোন ডিপ টিউবওয়েল পর্যন্ত নেই। অথচ ১৪ লক্ষ টাকা খরচ করে ৬ টি জল প্রকল্প নির্মাণ করা হয় জনস্বাস্থ্য কারিগরি দফতর থেকে। এই প্রকল্পের অধীনে এলাকায় সোলার পাম্প বসানো হয়েছিল। তারপর সপ্তাহ খানেক ভালোভাবে জল পেলেও হঠাৎই সব বন্ধ হয়ে যায় বলে অভিযোগ।
advertisement
advertisement
করণদিঘির বিভিন্ন গ্রামের মানুষের অভিযোগ, ২০২১ সালে সোলার পাম্পের সাহায্যে জল তুলে সেই জল পরিস্রুত করে গ্ৰামের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই জল পাওয়া যায়নি। একই অভিযোগে সর্ব হয়েছেন আলতাপুর-২ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পবন সিংহ। তিনি জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাজে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2023 5:44 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: প্রকল্প চালুর দু'বছরেও মেলেনি পানীয় জল! গরমে হাহাকার করণদিঘিতে