শুক্রবার যাত্রা উৎসবের উদ্বোধন করেন পশ্চিম মেদনীপুরের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) লক্ষণ পেরুমল। এছাড়া উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, নারায়ণগড়ের বিডিও কৃষানু রায় সহ অন্যরা। তিন দিন ধরে নারায়ণগড়ের গোবিন্দপুর মকরামপুর স্বর্ণময়ী শাসমল শিক্ষা নিকেতন স্কুলে এই যাত্রা উৎসব চলবে।
আরও পড়ুন: খুদে বৈজ্ঞানিকদের আবিষ্কার দেখতে ভিড় করছে ভীমপুরের মানুষ
advertisement
কলকাতার চিতপুরের বিখ্যাত যাত্রাদলগুলির পাশাপাশি জেলারও বেশ কিছু যাত্রা দল এখানে নিজেদের পালা সর্বসমক্ষে পরিবেশন করবে। মূলত হারিয়ে যেতে বসা সংস্কৃতির পুনরুদ্ধার এবং বর্তমান প্রজন্মের কাছে তা তুলে ধরার লক্ষ্যেই এই বিশেষ প্রয়াস রাজ্য সরকারের। পুরুলিয়ার ছৌ নৃত্য ও আদিবাসী সংস্কৃতির মধ্য দিয়ে যাত্রা উৎসবের উদ্বোধন।
রঞ্জন চন্দ
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2023 8:39 PM IST