TRENDING:

West Midnapore News: ভয়ঙ্কর! চন্দ্রকোণা জঙ্গলে ভয়াবহ আগুন

Last Updated:

কেশিয়াড়ি মেদিনীপুরের পর এবার চন্দ্রকোণা জঙ্গলে ভয়াবহ আগুন, পুড়ে ছাই হেক্টরের পর হেক্টর সবুজ অরণ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চন্দ্রকোণা, পশ্চিম মেদিনীপুর: ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলছে জঙ্গল, আগুনে পুড়ে নষ্ট হচ্ছে হাজার হাজার ছোট চারাগাছ ও কীটপতঙ্গ। নষ্ট হচ্ছে জঙ্গলের ভারসাম্য। দুষ্কৃতীদের লাগানো আগুনে দুই দিন ধরে হেক্টরের পর হেক্টর জঙ্গল পুড়ছে, দাউদাউ করে জ্বলছে আগুন। এলাকাবাসী থেকে স্থানীয় প্রশাসনের তরফে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি।
advertisement

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের ভগবন্তপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের হুড়হুড়িয়া জঙ্গল বর্তমানে জতুগৃহ। গড়বেতার রসকুন্ডু বিটের অন্তর্ভুক্ত এই হুড়হুড়িয়া জঙ্গল। জানা যায়, সোমবার দুপুর নাগাদ কেউ বা কারা জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। মঙ্গলবার দুপুরেও জ্বলছে সেই আগুন । স্থানীয়রা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করলেও সবটা রক্ষা করা যায়নি।

advertisement

যদিও এলাকার মানুষজনের দাবি, কিছু গাছ চোরাপাচারকারীরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এ'বিষয়ে ভগবন্তপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসমাইল খাঁন জানান, কেউ বা কারা হুড়হুড়িয়া জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছে। বিশালাকার এই জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়ায় মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে জঙ্গলের কয়েকশো বিঘা এলাকায় ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয়রা বিভিন্ন উপায়ে জল দিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে জঙ্গলের অনেকটা জায়গা আগুনে ভস্মীভূত হয়ে যায়। অনুমান করা হচ্ছে জঙ্গলে কাঠ চুরি করা কিছু অসাধু চক্র রয়েছে। তারাই হয়তো আগুন লাগিয়ে দিয়েছে জঙ্গলে যাতে পরবর্তীতে কাঠ চুরি করতে সুবিধা হয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: ভয়ঙ্কর! চন্দ্রকোণা জঙ্গলে ভয়াবহ আগুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল