দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছে 'পতি, পত্নী আউর ম্যায়' নামের একটি নাটক। যে নাটকের চিত্রনাট্য লেখা হয়েছে মারাঠি ঘরানার কমেডি নাটকের ওপর নির্ভর করে। এই নাটকটি দেশ-সহ বিশ্বের বিভিন্ন জায়গায় বহুলভাবে প্রশংসিত হয়েছে। যদিও বাংলায় প্রচলিত নাটকের থেকে একেবারেই ভিন্ন ধর্মী মারাঠি ঘরানার এই কমেডি নাটক। তবে 'পতি, পত্নী আউর ম্যায়' নামের মারাঠি ঘরানার এই নাটক মঞ্চস্থ হয়েছে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে। সেখানেই ফের নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ দিয়েছেন তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা। রাজনীতির পাশাপাশি, তিনি যে এখনও জমিয়ে অভিনয় করতে পারেন, তা এদিন বুঝিয়ে দিয়েছেন তিনি।
advertisement
আরও পড়ুন: মালদহে নিরাপত্তার ঘেরাটোপে স্টেশন, কামতাপুরীদের রেল অবরোধ কর্মসূচি ঘিরে টানটান উত্তেজনা
প্রসঙ্গত, এই নাটক প্রযোজনা এবং পরিচালনার দায়িত্বে ছিলেন রমেশ তলোয়ার। যিনি নিজে নাট্য পরিচালনার জন্য দেশ জোড়া সুনাম কুড়িয়েছেন।অন্যদিকে শত্রুঘ্ন সিনহার পাশাপাশি এই কমেডি নাটকে মুম্বইয়ের বেশ কয়েকজন খ্যাতনামা অভিনেতা, অভিনেত্রীকে দেখা গিয়েছে মঞ্চে। বর্তমানে রাজনীতি নিয়ে মজে থাকা সাংসদকে এই নাটকের মঞ্চে দেখা গিয়েছে একেবারে ভিন্ন রকমের ভূমিকায়।
নয়ন ঘোষ