TRENDING:

West Burdwan News: 'অভিনয়' দেখে হাসতে হাসতে খুন! নাটকের মঞ্চ কাঁপিয়ে দিলেন এই 'তারকা সাংসদ'!

Last Updated:

West Burdwan News: শত্রুঘ্ন সিনহাকে ফের দেখা গেল অভিনয়ের মঞ্চে। দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে নাটক মঞ্চস্থ করতে দেখা গেল তারকা সাংসদকে। মারাঠি ঘরানার একটি কমেডি নাটকে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছে 'পতি, পত্নী আউর ম্যায়' নামের একটি নাটক। যে নাটকের চিত্রনাট্য লেখা হয়েছে মারাঠি ঘরানার কমেডি নাটকের ওপর নির্ভর করে। এই নাটকটি দেশ-সহ বিশ্বের বিভিন্ন জায়গায় বহুলভাবে প্রশংসিত হয়েছে। যদিও বাংলায় প্রচলিত নাটকের থেকে একেবারেই ভিন্ন ধর্মী মারাঠি ঘরানার এই কমেডি নাটক। তবে 'পতি, পত্নী আউর ম্যায়' নামের মারাঠি ঘরানার এই নাটক মঞ্চস্থ হয়েছে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে। সেখানেই ফের নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ দিয়েছেন তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা। রাজনীতির পাশাপাশি, তিনি যে এখনও জমিয়ে অভিনয় করতে পারেন, তা এদিন বুঝিয়ে দিয়েছেন তিনি।

advertisement

আরও পড়ুন: মালদহে নিরাপত্তার ঘেরাটোপে স্টেশন, কামতাপুরীদের রেল অবরোধ কর্মসূচি ঘিরে টানটান উত্তেজনা

আরও পড়ুন: ২১জন 'ভুয়ো' বাংলার শিক্ষক! নবম-দশমে আরও ৪০ বেআইনি চাকরি! আজই তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

View More

প্রসঙ্গত, এই নাটক প্রযোজনা এবং পরিচালনার দায়িত্বে ছিলেন রমেশ তলোয়ার। যিনি নিজে নাট্য পরিচালনার জন্য দেশ জোড়া সুনাম কুড়িয়েছেন।অন্যদিকে শত্রুঘ্ন সিনহার পাশাপাশি এই কমেডি নাটকে মুম্বইয়ের বেশ কয়েকজন খ্যাতনামা অভিনেতা, অভিনেত্রীকে দেখা গিয়েছে মঞ্চে। বর্তমানে রাজনীতি নিয়ে মজে থাকা সাংসদকে এই নাটকের মঞ্চে দেখা গিয়েছে একেবারে ভিন্ন রকমের ভূমিকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Burdwan News: 'অভিনয়' দেখে হাসতে হাসতে খুন! নাটকের মঞ্চ কাঁপিয়ে দিলেন এই 'তারকা সাংসদ'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল