এখন আর লেপ বানানোর সেই উৎসবমুখর দৃশ্য চোখে পড়ে না। আধুনিকতার ছোঁয়ায় জায়গা করে নিয়েছে দামি ও আধুনিক ব্ল্যাঙ্কেট। আগে যেগুলি ছিল কেবল শহুরে বিলাসিতা, এখন তা সাধারণ মানুষের নাগালের মধ্যেই চলে এসেছে। অনলাইন মার্কেট থেকে শুরু করে হাট-বাজার, সব জায়গাতেই সহজলভ্য বিভিন্ন দামের ব্ল্যাঙ্কেট। ফলে শীতের প্রস্তুতিও এখন অনেকটাই বদলে গিয়েছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড ধরে হাঁটলে চোখে পড়বে সেই পরিবর্তনের প্রতিচ্ছবি। রাস্তার ধারে অস্থায়ীভাবে বসেছে একের পর এক ব্ল্যাঙ্কেট, সোয়েটার ও শীতের পোশাকের দোকান।
advertisement
রঙবেরঙের কাপড়ের আড়ালে সাজানো নরম, মোটা ও হালকা নানা ধরনের ব্ল্যাঙ্কেট। সকাল থেকেই সেখানে ভিড় লেগে থাকে। কারও হাতে ছোটদের জন্য রঙিন কম্বল, কেউ আবার দামদর করে নিজের পছন্দের ব্ল্যাঙ্কেট বেছে নিচ্ছেন। সব মিলিয়ে, পুরো এলাকা এখন যেন ছোটখাটো এক শীতের মেলার রূপ নিয়েছে। দোকানিদের মুখে হাসি, ক্রেতাদের মুখে তৃপ্তি। ঠাণ্ডা পড়ার আগেই সবার লক্ষ্য, উষ্ণতার প্রস্তুতি সেরে ফেলা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক সময়ের লেপ-কম্বলের যুগ হয়তো ইতিহাস হয়ে যাচ্ছে। সেই জায়গা নিয়ে নিচ্ছে নতুন প্রজন্মের পছন্দের ব্ল্যাঙ্কেট, যা শুধু আরাম নয়, আজকের দিনে ফ্যাশনেরও অংশ হয়ে উঠছে।





