TRENDING:

West Medinipur News: মা-ঠাকুমার আমলের কাঁথা-কম্বল অতীত! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট, কম খরচেই ঠাণ্ডা কাবু

Last Updated:

West Medinipur News: রঙবেরঙের কাপড়ের আড়ালে সাজানো নরম, মোটা ও হালকা নানা ধরনের ব্ল্যাঙ্কেট। সকাল থেকেই ভিড় লেগে থাকে। কারও হাতে ছোটদের জন্য রঙিন কম্বল, কেউ আবার দামদর করে নিজের পছন্দের ব্ল্যাঙ্কেট বেছে নিচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ শীতের আগমনে জমজমাট ব্ল্যাঙ্কেটের বাজার। চন্দ্রকোনা রোডের ধারে বসেছে ব্ল‍্যাঙ্কেটের মেলা! স্বল্প দামে মনের মতো ব্ল‍্যাঙ্কেট কিনে হাসি মুখে বাড়ি ফিরছে মানুষজন। আগে শীত পড়লেই গ্রামবাংলায় লেপ সেলাইয়ের হিড়িক পড়ত। পাড়ায় পাড়ায় দেখা যেত তুলো শুকনো হচ্ছে, নতুন কাপড় কেটে পুরনো লেপে নতুন মোড়ক দেওয়া চলছে। এর মধ্যেই যেন ছিল অন্যরকম এক উষ্ণতার অনুভূতি। কাঁথা, লেপ ও কম্বল- এগুলিই ছিল শীতের হাত থেকে বাঁচার একমাত্র উপায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে সেই ছবি।
advertisement

এখন আর লেপ বানানোর সেই উৎসবমুখর দৃশ্য চোখে পড়ে না। আধুনিকতার ছোঁয়ায় জায়গা করে নিয়েছে দামি ও আধুনিক ব্ল্যাঙ্কেট। আগে যেগুলি ছিল কেবল শহুরে বিলাসিতা, এখন তা সাধারণ মানুষের নাগালের মধ্যেই চলে এসেছে। অনলাইন মার্কেট থেকে শুরু করে হাট-বাজার, সব জায়গাতেই সহজলভ্য বিভিন্ন দামের ব্ল্যাঙ্কেট। ফলে শীতের প্রস্তুতিও এখন অনেকটাই বদলে গিয়েছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড ধরে হাঁটলে চোখে পড়বে সেই পরিবর্তনের প্রতিচ্ছবি। রাস্তার ধারে অস্থায়ীভাবে বসেছে একের পর এক ব্ল্যাঙ্কেট, সোয়েটার ও শীতের পোশাকের দোকান।

advertisement

আরও পড়ুনঃ লাভজনক চাষে মেদিনীপুরে রোল মডেল অবসরপ্রাপ্ত সেনাকর্মী! করছেন ক্যাকটাস জাতীয় প্রজাতির ফলের চাষ, আয়ের দিশা দেখাচ্ছেন বেকারদেরও

রঙবেরঙের কাপড়ের আড়ালে সাজানো নরম, মোটা ও হালকা নানা ধরনের ব্ল্যাঙ্কেট। সকাল থেকেই সেখানে ভিড় লেগে থাকে। কারও হাতে ছোটদের জন্য রঙিন কম্বল, কেউ আবার দামদর করে নিজের পছন্দের ব্ল্যাঙ্কেট বেছে নিচ্ছেন। সব মিলিয়ে, পুরো এলাকা এখন যেন ছোটখাটো এক শীতের মেলার রূপ নিয়েছে। দোকানিদের মুখে হাসি, ক্রেতাদের মুখে তৃপ্তি। ঠাণ্ডা পড়ার আগেই সবার লক্ষ্য, উষ্ণতার প্রস্তুতি সেরে ফেলা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

এক সময়ের লেপ-কম্বলের যুগ হয়তো ইতিহাস হয়ে যাচ্ছে। সেই জায়গা নিয়ে নিচ্ছে নতুন প্রজন্মের পছন্দের ব্ল্যাঙ্কেট, যা শুধু আরাম নয়, আজকের দিনে ফ্যাশনেরও অংশ হয়ে উঠছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: মা-ঠাকুমার আমলের কাঁথা-কম্বল অতীত! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট, কম খরচেই ঠাণ্ডা কাবু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল