Elephant Corridor : হাতির দল পেরিয়ে যায় ৬০ নম্বর জাতীয় সড়ক, বনভূমি ঘেরা এই রাস্তা এখন প্রাকৃতিক সৌন্দর্যের নতুন গন্তব্য

Last Updated:

Elephant Corridor : বাঁকুড়া-মেদিনীপুর সংযোগকারী ষাট নম্বর জাতীয় সড়কটি আমলাগোড়া বনাঞ্চলের ভেতর দিয়েই গিয়েছে। এই রাস্তায় দেখা মেলে হাতির।

জঙ্গলে হাতি পারাপারের রাস্তা
জঙ্গলে হাতি পারাপারের রাস্তা
গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান : আমলাগোড়ার জঙ্গলে হাতির চলাচল! ষাট নম্বর জাতীয় সড়কে বনাঞ্চলের অনন্য দৃশ্য। বাঁকুড়া-মেদিনীপুর সংযোগকারী ষাট নম্বর জাতীয় সড়কটি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ব্লকের আমলাগোড়া বনাঞ্চলের ভেতর দিয়েই বয়ে গেছে। দু’পাশে ঘন জঙ্গল, সারি সারি উঁচু গাছ, আর মাঝখান দিয়ে সরু এক ফিতের মত চলে যাওয়া পিচঢালা রাস্তা। এই রাস্তায় যাতায়াত একদিকে যেমন প্রকৃতির শান্তির ছোঁয়া পান, তেমনই মন ভরে যায় সবুজে।
তবে এই মনোরম সৌন্দর্যের পাশাপাশি রয়েছে সতর্কবার্তাও। রাস্তার ধারে চোখে পড়বে একটি বড় পোস্টার “সাবধান! গাড়ি আস্তে চালান, হাতি পারাপারের রাস্তা।” প্রথমে অনেকের মনেই প্রশ্ন জাগে, সত্যিই কি এই রাস্তায় হাতি আসে? স্থানীয়দের সঙ্গে কথা বলতেই মিলল তার সত্যতা। আশপাশের গ্রামবাসীদের দাবি, প্রায়ই রাতে হাতি দেখা যায় এই বনাঞ্চলের মধ্যে। কখনও দল বেঁধে, কখনও একাকী হাতি রাস্তা পার হয়।
advertisement
advertisement
বন দফতরের কর্মীরাও জানিয়েছেন, এই এলাকা মূলত হাতির পুরনো চলাচলের করিডর বা ‘এলিফ্যান্ট করিডর’-এর অংশ। প্রতিবছর শীতকাল ঘনিয়ে এলে ঝাড়গ্রাম ও বাঁকুড়া দিক থেকে হাতির দল এই জঙ্গল পেরিয়ে যায়। জঙ্গল ঘেরা হলেও এই রাস্তায় যথেষ্ট লোকসমাগম রয়েছে। প্রতিদিনই চলে ছোট-বড় যানবাহন, বাইক, ট্রাক, এমনকি বাসও। রাস্তার দু’ধারে রয়েছে কয়েকটি দোকানপাট, চায়ের দোকান, ধাবা। পথ চলতি মানুষদের অনেকে জানিয়েছেন, সন্ধ্যার পর থেকে তাঁরা গাড়ি আস্তে চালান, কারণ হঠাৎই কখনও কখনও হাতির উপস্থিতি টের পাওয়া যায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গড়বেতার এক বাসিন্দা বলেন, সত‍্যিই এই রাস্তা দিয়ে হাতি চলাচল করে। তিনিও দেখেছেন। সবুজে ঘেরা শান্তির রাস্তা, তবুও প্রাকৃতিক নিয়মে সতর্কতা জরুরি। ৬০ নম্বর জাতীয় সড়কের সবুজে ঘেরা এই অংশটি এখন অনেকের কাছে প্রিয় ড্রাইভিং স্পট। শহরের কোলাহল থেকে দূরে এসে, ঘন সবুজে মিশে থাকা এই রাস্তা যেন প্রকৃতির এক মুক্ত প্রান্তর। কিন্তু প্রকৃতির এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে এক সতর্ক বার্তা। মানুষ ও বন্যপ্রাণী, দু’জনেরই পথ এক জায়গায় মিশেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Elephant Corridor : হাতির দল পেরিয়ে যায় ৬০ নম্বর জাতীয় সড়ক, বনভূমি ঘেরা এই রাস্তা এখন প্রাকৃতিক সৌন্দর্যের নতুন গন্তব্য
Next Article
advertisement
EXCLUSIVE: লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
  • লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল

  • সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প

  • এক্সক্লুসিভ রিপোর্ট

VIEW MORE
advertisement
advertisement