TRENDING:

West Bengal HS Results 2022: উচ্চ মাধ্যমিকে প্রথম দশে পশ্চিম মেদিনীপুরের ৩৫ জন! তৈরি হল নতুন রেকর্ড!

Last Updated:

West Bengal HS Results 2022: এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে নতুন রেকর্ড গড়ল পশ্চিম মেদিনীপুর জেলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: উচ্চ মাধ্যমিকের রেজাল্টে এবার রাজ্যের দ্বিতীয় স্থানে উঠে এল পশ্চিম মেদিনীপুরের নাম। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার জলচক নটেশ্বর নেতাজি বিদ্যায়তনের ছাত্র সায়নদীপ সামন্ত ৪৯৭ নম্বর পেয়ে এবারের উচ্চ মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় স্থান লাভ করল।এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম দশে রয়েছে তৃতীয়, চতুর্থ,ষষ্ঠ,সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানাধিকারি ছাত্রছাত্রীরা।সব মিলিয়ে জেলাতে এবারের উচ্চ মাধ্যমিক ফলাফলের ভিত্তিতে প্রথম দশে রয়েছে বাইশ জন ছাত্রছাত্রীর নাম। সব থেকে উল্লেখ যোগ্য বিষয় এরা সবাই একই বিদ্যালয়ের ছাত্রছাত্রী।যা সম্ভবত রাজ্যের কোথাও এই ধরনের ঘটনার এপর্যন্ত উল্লেখ নেই।
advertisement

এরা সবাই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার জলচক নাটেশ্বর নেতাজি বিদ্যায়তনের ছাত্রছাত্রী।রাজ্যের দ্বিতীয় স্থানে থাকা সায়নদীপ সামন্তের পাশাপাশি প্রথম দশে জায়গা করেছে পশ্চিম মেদিনীপুরের ৩৫ জন ছাত্রছাত্রী। তার মধ্যে জলচক নাটেশ্বর নেতাজী বিদ্যানিকেতনের ২২ জন। তারা হল যথাক্রমে, তৃতীয় হয়েছে পরিচয় পাড়ি তার প্রাপ্ত নম্বর ৪৯৬। চতুর্থ স্থানে রয়েছে একসঙ্গে তিনজন ছাত্রছাত্রী তারা হল কিংশুক রয়, সৌম্যদীপ মণ্ডল এবং প্রীতম মিদ্যা এদের প্রাপ্ত নম্বর ৪৯৫ । ষষ্ঠ স্থানে রয়েছে শ্রীকৃষ্ণ সামন্ত তার প্রাপ্ত নম্বর ৪৯৩। সপ্তম স্থানে রয়েছে তিনজন ছাত্রছাত্রী তারা হল পিংকি খাতুন, শান্তনু পাল, প্রতীক মণ্ডল, এদের প্রাপ্ত নম্বর ৪৯২।

advertisement

এছাড়াও অষ্টম স্থান অধিকার করেছে ছয়জন ছাত্রছাত্রী। তারা হল শর্মিষ্ঠা ঘোড়াই, শেখ রাহুল হাসান, সৌম্যদীপ সামন্ত, অঙ্কন সাউ, সৈকত রায় ও সাহেব দাস অধিকারী এদের প্রাপ্ত নম্বর ৪৯১।নবম স্থানে দুই জন অমিয় শাসমল, শতস্মিথ সামন্ত এদের প্রাপ্ত নম্বর হল ৪৯০ এবং দশম স্থানে রয়েছে পাঁচ জন ছাত্রছাত্রী তারা হল আকাশ ঘোষ, সৌম্যদীপ করণ, শুভজিৎ শাসমল, শৈলেস জানা, পবিত্র বেরা, এদের প্রাপ্ত নম্বর ৪৮৯।সবমিলিয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে পশ্চিম মেদিনীপুর জেলার ঝুলিতে ৩৫ জন কৃতি ছাত্রছাত্রীর নাম পাওয়া গেল। যার মধ্যে একই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ২২ জন। যা এক কথায় বলা যেতে পারে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে সম্ভবত রেকর্ড গড়ল পশ্চিম মেদিনীপুর জেলা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Bengal HS Results 2022: উচ্চ মাধ্যমিকে প্রথম দশে পশ্চিম মেদিনীপুরের ৩৫ জন! তৈরি হল নতুন রেকর্ড!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল