TRENDING:

Water drainage: ঘন্টাখানেকের বৃষ্টিতে বাড়ি ও দোকানে ঢুকল জল, নাজেহাল বেলদাবাসি 

Last Updated:

বর্ষার মরশুমে প্রথম দিন জল থইথই অবস্থা বেলদায়। বেলদা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একাধিক বাড়িতে জল ঢুকে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলদা: হাওয়া অফিসের পূর্বাভাস মতই বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে মরশুমের বৃষ্টি। সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ দখল করে কালো মেঘ। দুপুর বারোটা বাজতেই পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন জায়গায় শুরু হয় বৃষ্টি। এদিন দুপুরে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গার পাশাপাশি বেলদাতেও প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে নাগাড়ে বৃষ্টি হয়েছে।
advertisement

এই বৃষ্টির কারণে একাধিক দোকান ও বাড়িতে জল থইথই অবস্থা। বর্ষার মরশুমের প্রথম দিনে এমন পরিস্থিতিতে নাজেহাল সাধারণ মানুষ। নিকাশি ব্যবস্থা ঠিক না হওয়াতে জল থইথই অবস্থা সৃষ্টি হয়। যা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বেলদা এলাকায় রয়েছে হাইমাস ড্রেন। এই ড্রেন বিভিন্ন প্লাস্টিক, নোংরা আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে। মরশুমে প্রথম দিন প্রায় ঘন্টা খানেকের নাগাড়ে বৃষ্টিতে জল নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার কারণে একাধিক বাড়ি সহ দোকানে জল ঢুকে যায়।

advertisement

আরও পড়ুন ঃ পরতে পরতে ইতিহাস, ভগ্নপ্রায় মন্দিরের ভবিষ্যত কী

বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি প্রিন্টিং অফসেটে চলছে ব্যালট প্রিন্টিং এর কাজ। তবে সেই অফসেটের ভিতরেও জল ঢুকে যায়। প্রশাসন সূত্রে খবর, প্রিন্টিং কিংবা ব্যালট পেপারের কোন সমস্যা হয়নি। পাশাপাশি বেলদা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একাধিক বাড়িতে জল ঢুকে যায়। বাড়ির মধ্যে থাকা আসবাবপত্র, গ্যাস এমনকি জামাকাপড় জলের মধ্যে ভাসতে থাকে। ক্ষতি হয়েছে মাটির বাড়িও।

advertisement

View More

প্রসঙ্গত উল্লেখ্য যে, বারংবার জল নিকাশির জন্য ড্রেন পরিষ্কার এবং আবর্জনা পরিষ্কারের কথা প্রশাসনে জানানো হয়েছে। তবে সুরাহা হয়নি বলে অভিযোগ। তবে মরশুমের অন্যান্য দিনে আরও কি ভয়ংকর অবস্থা হতে চলেছে বেলদাবাসির তা এখন চিন্তা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত ড্রেন সংস্কারের দাবি তুলেছেন সকলে।

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Water drainage: ঘন্টাখানেকের বৃষ্টিতে বাড়ি ও দোকানে ঢুকল জল, নাজেহাল বেলদাবাসি 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল