অভিযোগ রাস্তা নতুন তৈরি করার কয়েকদিনের মধ্যেই রাস্তার বেহাল দশায় পরিণত হয়, অবশেষে ঠিকাদারি সংস্থা রাস্তা মেরামত করতে আসলে সেই রাস্তা মেরামতের ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ তুলল গ্রামের মানুষজন। গ্রামের মানুষজনদের দাবি, পাতলা পিচের প্রলেপ দিয়ে রাস্তা মেরামত হচ্ছে যা ইতিমধ্যে হাত দিলেই উঠে যাচ্ছে। গ্রামের মানুষদের দাবি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে সঠিক নিয়মে দুর্নীতি মুক্ত রাস্তা হোক। ব্লক প্রশাসন সূত্রে খবর রাস্তাটি টেন্ডার নেয় সমীর মাল নামে এক ব্যক্তি।
advertisement
আরও পড়ুনঃ জল না পাওয়ায় শতাধিক আলু চাষী বিপাকে! বিভিন্ন দফতরে জানিয়েও হচ্ছে না সুরাহা
কিন্তু সমীর মাল না আসায় রাস্তার দেখভালের দায়িত্বে রয়েছেন ,ঠিকা কর্মী বিদ্যুৎ রায়। ঠিকা কর্মীর দাবি রাস্তার কাজ সঠিক হচ্ছে কোথাও কোথাও হয়তো একটু ত্রুটি রয়ে গেছে। এই বিষয়ে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যক্রান্ত দোলই বলেন। একাধিক বার ঠিকাদারি সংস্থাকে বলা হলেও কাজের কাজ কিছু হয়নি দ্রুত জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হবে। আর এই দিকে গ্রাম মানুষের দাবি দুর্নীতি মুক্ত ভালো রাস্তা তৈরি করা হোক।
Partha Mukherjee