দাসপুর-১ ব্লকের ধর্মা গ্রামের ভসড়া খালের উপর থাকা কাঠের সেতুটি অনেকদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে। ঝুঁকি নিয়েই ওই সেতুর ওপর দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছিলেন স্কুলের ছাত্র-ছাত্রী ও নিত্যযাত্রীরা। এই সেতুটি সারানোর জন্য একাধিকবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন গ্রামবাসীরা। কিন্তু কোনও লাভ হয়নি। গ্রামবাসীরা জানান, কিছুদিন আগে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হয়েছিল একজন ঠিকাদারকে এই সেতু ঠিক করার বরাত দেওয়া হয়েছে। কিন্তু ঠিকাদার এক ফোঁটাও কাজ করেননি। প্রশাসনিক সূত্রে জানা যায়, সেতু সারাইয়ের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ পর্যাপ্ত না হওয়ায় ওই ঠিকাদার পিছিয়ে আসেন। শেষে বাধ্য হয়ে নিজেদের সুরক্ষার স্বার্থে সেতুটি নতুন করে তৈরি করতে এগিয়ে আসেন গ্রামবাসীরাই।
advertisement
আরও পড়ুন: জৈব চাষেই ভালো থাকবে সবাই, কৃষকদের নিয়ে আয়োজিত হল প্রশিক্ষণ শিবির
আপাতত সেতুটি নতুন করে সারিয়ে নিলেও গ্রামবাসীদের দাবি, এলাকার মানুষের কথা ভেবে প্রশাসন এটি কংক্রিটের তৈরি করে দিক।
রঞ্জন চন্দ