পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির বাসিন্দা পার্থিব রায়। তিনি পেশায় পশু চিকিৎসক। অবসর সময়ে বাড়িতে কাগজ কেটে তৈরি করলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা’র এক অপূর্ব পিকচার আর্ট।
আরও পড়ুন: বিজেপির সঙ্গে কংগ্রেসের ‘জোট’! পোস্টার বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি
ছোটবেলা থেকেই আঁকার প্রতিঝোক পশু চিকিৎসক পার্থিব রায়ের। সঙ্গে অন্যান্য সৃজনশীল শিল্পেও তাঁর উৎসাহ আছে। করোনা সময়ে তিনি এই পেপার কাটিয়ের প্রশিক্ষণ নেন। এরপরই কাজের অবসরে তিনি পেপার কাটিং করে উত্তম-সুচিত্রা সহ আর নানান বিখ্যাত মানুষদের পোর্ট্রে তৈরি করেছেন। আবার কখনও নানান কার্টুন, পশুপাখির ছবি তৈরি করছেন। এবার উল্টো রথের আগে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা-কে ফুটিয়ে তুললেন কাগজ কেটে।
advertisement
২০১৭ সাল থেকে নিজের পড়াশোনা ও কাজের পাশাপাশি পার্থিব করে চলেছে এই শিল্পকর্ম। কোশিয়াড়ির রথযাত্রা উৎসব যথেষ্ট বিখ্যাত। সেখানকারই এক যুবকের এমন সৃষ্টি ইতিমধ্যেই আলোড়ন ফেলে দিয়েছে। এই শিল্পকর্মকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ