TRENDING:

Vande Bharat Express: ক্ষত সারিয়ে মঙ্গলবার থেকে ফের চালু বন্দে ভারত! হাওড়া থেকে কোন সময়ে রওনা হল ট্রেন

Last Updated:

Vande Bharat Express: মঙ্গলবার যথা সময়ে সকাল ৬টা বেজে ১০ মিনিটে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় সেমি হাইস্পিড এই ট্রেন। দক্ষিণ পূর্ব রেলওয়ের সিপিআরও জানিয়েছেন, যথা সময়ে হাওড়া থেকে রওনা দিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়্গপুর: প্রথম দিনের মতো মঙ্গলবার যথাসময়ে চলল হাওড়া থেকে পুরিগামী বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে যথাসময়ে পুরীর উদ্দেশ্যে ছাড়ে আপ বন্দে ভারত এক্সপ্রেস।
চলল বন্দে ভারত এক্সপ্রেস 
চলল বন্দে ভারত এক্সপ্রেস 
advertisement

প্রসঙ্গত রবিবার পুরি থেকে হাওড়ার উদ্দেশ্যে আসার সময় বিকেল প্রায় সাড়ে ৪টে নাগাদ ওড়িষার বৈতরণী এবং মঞ্জুরি রোড স্টেশনের মাঝে প্রাকৃতিক দুর্ঘটনার কবলে পড়ে বন্দে ভারত। ট্রেনের উপর গাছ পড়ে সামনে পেন্টোগ্রাফ এবং বনেটের কিছুটা অংশ ভেঙে যায়।

আরও পড়ুন: খিচুড়ি খাওয়ানোর কথা ছিল, দেওয়া হয়নি, বাথরুমে জলের অভাব! বন্দে ভারত এক্সপ্রেসে আটকে থেকে দুর্ভোগে যাত্রীরা

advertisement

বেশ কয়েক ঘণ্টা চেষ্টায় মেরামতির পর অবশেষে বনেট খোলা এবং ভাঙা অবস্থায় হাওড়া নিয়ে আসা হয় ট্রেনটিকে। ট্রেনের মেরামতির কারণে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার বাতিল করা হয়েছিল আপ এবং ডাউন লাইনে বন্দে ভারত এক্সপ্রেস।

View More

তবে মঙ্গলবার যথা সময়ে সকাল ৬টা বেজে ১০ মিনিটে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় সেমি হাইস্পিড এই ট্রেন। দক্ষিণ পূর্ব রেলওয়ের সিপিআরও জানিয়েছেন, যথা সময়ে হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছে বন্দে ভারত। দুর্ঘটনাগ্রস্থ বনেট প্যান্টোগ্রাফ মেরামতি করার পর মঙ্গলবার সকালে হাওড়া থেকে ছাড়ে ট্রেনটি।

advertisement

দুর্ঘটনার কারণে এই সেমি হাই স্পিড ট্রেন হাওড়া ঢুকতে প্রায় ৪ ঘণ্টারও বেশি সময় দেরি করে। স্বাভাবিকভাবে বন্দে ভারত এক্সপ্রেসে যাতায়াত নিয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। তবে যুদ্ধকালীন তৎপরতায় একদিনের মধ্যেই ট্রেনটি মেরামত করে ফের মঙ্গলবার থেকে যথা নিয়মে চলল ট্রেন। তবে আগামী দিনে যাত্রী সুবিধা মাথায় রেখে সপ্তাহের নির্ধারিত দিনে যথাসময়ে ট্রেনটি চালানো হবে বলে জানিয়েছে রেল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! দীপান্বিতা অমাবস্যায় জগন্নাথ-বড়মা মিলেমিশে একাকার
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Vande Bharat Express: ক্ষত সারিয়ে মঙ্গলবার থেকে ফের চালু বন্দে ভারত! হাওড়া থেকে কোন সময়ে রওনা হল ট্রেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল