১৩ তলা হস্টেলে ১১ তলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে, কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে পরিবারকে। যদিও খুনের অভিযোগ আনছে সৌরদীপের পরিবারের লোকজন। পরিবার সূত্রে খবর, উচ্চ মাধ্যমিক পড়ার পর সৌরদীপকে অন্ধ্রপ্রদেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার সায়েন্সে বিটেকে ভর্তি করেছিলেন পরিবারের লোকজন। পড়াশোনার জন্য এক সপ্তাহ আগে তাঁকে কলেজে রেখেও দিয়ে আসেন বাবা-মা।
advertisement
তবে সোমবার তাঁর রহস্যমৃত্যুর খবর পৌঁছয় পরিবারের কাছে। বুধবার তাঁর নিথর দেহ বাড়িতে আসে। প্রসঙ্গত সৌরদীপের বাবা সুদীপ চৌধুরী মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের চিকিৎসক। বাবা-মায়ের একমাত্র ছেলে সৌরদীপ। মৃত্যুর খবর পেয়ে সোমবার অন্ধপ্রদেশের গুন্টুর জেলার বিজয়ওয়াড়ায় সেই শিক্ষাপ্রতিষ্ঠানে যান পরিবারের লোকজন।
তবে কর্তব্যরত বেশ কয়েকজন কর্মীকে সৌরদীপের বাবা প্রশ্ন করলে তাঁরা অসংলগ্ন কথা বলেন বলে অভিযোগ। দুর্ঘটনা নাকি আত্মহত্যা? নাকি এর পিছনে রয়েছে বড় কোন রহস্য? সম্পূর্ণ ঘটনা তদন্তের দাবি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌরদীপের বাবা।ছেলেকে হারিয়ে সর্বস্বান্ত বাবা-মা। শোকে বিহ্বল সৌরদীপের বন্ধুবান্ধব থেকে মেদিনীপুর শহরবাসী।