TRENDING:

West Medinipur News: খড়গপুর আইআইটির মুকুটে নতুন পালক, মৌ স্বাক্ষর এডিনবার্গের সঙ্গে

Last Updated:

আইআইটি সূত্রে খবর, এই মৌ স্বাক্ষরিত হওয়ার ফলে স্কটল্যান্ডে অবস্থিত এডিনবার্গ ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে পাঠদান, শিক্ষাক্ষেত্রে নানান আবিষ্কার ও গবেষণামূলক বহু ক্ষেত্রে দুই শিক্ষা প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। খড়গপুর আইআইটি-র পড়ুয়ারা এডিনবার্গ ইউনিভার্সিটিতে গিয়ে ট্রেনিং নিয়েও আসতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: খড়গপুর আইআইটির মুকুটে নতুন পালক। বিশ্ব বিখ্যাত এডিনবার্গ ইউনিভার্সিটির সঙ্গে মৌ স্বাক্ষর (Memorandum of Understanding) হল খড়গপুরের। ফলে এবার থেকে পাঠ্যক্রম, গবেষণা এবং শিক্ষাক্ষেত্রে নানান পরিষেবা প্রদানে স্কটল্যান্ডের এই বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একসঙ্গে কাজ করবে খড়গপুর আইআইটি।
advertisement

খড়গপুর আইআইটির পক্ষে অধ্যাপক জয়ন্ত মুখোপাধ্যায় এবং এডিনবার্গ ইউনিভার্সিটির পক্ষে অধ্যাপক নেইল রবার্টসনের উপস্থিতিতে এই মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আইআইটি সূত্রে খবর, এই মৌ স্বাক্ষরিত হওয়ার ফলে স্কটল্যান্ডে অবস্থিত এডিনবার্গ ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে পাঠদান, শিক্ষাক্ষেত্রে নানান আবিষ্কার ও গবেষণামূলক বহু ক্ষেত্রে দুই শিক্ষা প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। খড়গপুর আইআইটি-র পড়ুয়ারা এডিনবার্গ ইউনিভার্সিটিতে গিয়ে ট্রেনিং নিয়েও আসতে পারেন।

advertisement

আরও পড়ুন: উচ্চশিক্ষিত তরুণরা চাকরির বদলে পেশা হিসেবে বেছে নিচ্ছে মাছ ধরাকে!

এই চুক্তির মেয়াদ পাঁচ বছর। এর আগে খড়গপুর আইআইটি ও এডিনবার্গ ইউনিভার্সিটি যৌথভাবে ফ্যাকাল্টি ভিজিট, নানা গবেষণামূলক কর্মশালা আয়োজন করেছে। বিশ্বের দু'টি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই মৌ চুক্তি ছাত্র-ছাত্রী এবং শিক্ষক উভয়কেই বিশ্বের দরবারে আরও মেলে ধরতে সাহায্য করবে। এই প্রসঙ্গে খড়গপুর আইআইটি'র অধ্যাপক জয়ন্ত মুখোপাধ্যায় বলেন, পড়ুয়াদের পাশাপাশি দুই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপকদের অ্যাকাডেমিক এবং গবেষণা ক্ষেত্রে সমন্বয় সাধন সম্ভব হবে। এতে যৌথ পাঠক্রম তৈরি হবে। সমৃদ্ধ হবে ভারতের সুপ্রাচীন এই আইআইটি'র পড়ুয়া, গবেষক ও অধ্যাপকরা। এডিনবার্গ ইউনিভার্সিটি সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এই চুক্তিতে খুশি খড়গপুর আইআইটির শিক্ষার্থীরা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: খড়গপুর আইআইটির মুকুটে নতুন পালক, মৌ স্বাক্ষর এডিনবার্গের সঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল