খড়গপুর আইআইটির পক্ষে অধ্যাপক জয়ন্ত মুখোপাধ্যায় এবং এডিনবার্গ ইউনিভার্সিটির পক্ষে অধ্যাপক নেইল রবার্টসনের উপস্থিতিতে এই মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আইআইটি সূত্রে খবর, এই মৌ স্বাক্ষরিত হওয়ার ফলে স্কটল্যান্ডে অবস্থিত এডিনবার্গ ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে পাঠদান, শিক্ষাক্ষেত্রে নানান আবিষ্কার ও গবেষণামূলক বহু ক্ষেত্রে দুই শিক্ষা প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। খড়গপুর আইআইটি-র পড়ুয়ারা এডিনবার্গ ইউনিভার্সিটিতে গিয়ে ট্রেনিং নিয়েও আসতে পারেন।
advertisement
আরও পড়ুন: উচ্চশিক্ষিত তরুণরা চাকরির বদলে পেশা হিসেবে বেছে নিচ্ছে মাছ ধরাকে!
এই চুক্তির মেয়াদ পাঁচ বছর। এর আগে খড়গপুর আইআইটি ও এডিনবার্গ ইউনিভার্সিটি যৌথভাবে ফ্যাকাল্টি ভিজিট, নানা গবেষণামূলক কর্মশালা আয়োজন করেছে। বিশ্বের দু'টি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই মৌ চুক্তি ছাত্র-ছাত্রী এবং শিক্ষক উভয়কেই বিশ্বের দরবারে আরও মেলে ধরতে সাহায্য করবে। এই প্রসঙ্গে খড়গপুর আইআইটি'র অধ্যাপক জয়ন্ত মুখোপাধ্যায় বলেন, পড়ুয়াদের পাশাপাশি দুই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপকদের অ্যাকাডেমিক এবং গবেষণা ক্ষেত্রে সমন্বয় সাধন সম্ভব হবে। এতে যৌথ পাঠক্রম তৈরি হবে। সমৃদ্ধ হবে ভারতের সুপ্রাচীন এই আইআইটি'র পড়ুয়া, গবেষক ও অধ্যাপকরা। এডিনবার্গ ইউনিভার্সিটি সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এই চুক্তিতে খুশি খড়গপুর আইআইটির শিক্ষার্থীরা।
রঞ্জন চন্দ